ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। রুশ এই ধনকুবেরের একজন ঘনিষ্ঠ ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের শুরুর দিকে ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনার পর আব্রামোভিচের শরীরে সন্দেহজনক বিষক্রিয়ার উপসর্গ দেখা দিয়েছিল। তাঁর চোখ ব্যথা করছিল এবং ত্বকে ফোসকার মতো দেখা গিয়েছিল। তবে পরে তিনি সুস্থ হয়ে ওঠেন বলে সূত্র জানিয়েছে।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কথিত রুশ কট্টরপন্থীরা তাঁকে বিষ প্রয়োগ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। তারা আলোচনা বানচাল করতে চেয়েছিল।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গোয়েন্দারা মনে করছেন তাঁর শরীরে যে উপসর্গ দেখা দিয়েছিল, তা পরিবেশগত কারণে, বিষক্রিয়ায় নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের একজন কর্মকর্তা ইহোর জোভকভা বিবিসিকে বলেছেন, আব্রামোভিচের সঙ্গে না বললেও তিনি জেনেছেন যে ইউক্রেনের প্রতিনিধিদলের সদস্যরা ‘সুস্থ’ আছেন। অন্য একজন প্রতিনিধি বলছেন, গল্পটি ‘মিথ্যা’।
রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। তবে ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধে মধ্যস্থতা করতে ইউক্রেন তাঁকে অনুরোধ করলে তিনি সম্মত হন।