হোম > বিশ্ব > ইউরোপ

গুতেরেসের সফরের মধ্যে কিয়েভে হামলার কথা স্বীকার মস্কোর

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তাঁর সফরের মধ্যেই রাজধানী কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে। এই হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, দুই সপ্তাহের মধ্যে এটি কিয়েভে প্রথম হামলা। এই হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। 

নিহত ওই সাংবাদিক যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপে কর্মরত ছিলেন। তাঁর বাসভবনে রুশ মিসাইল আঘাত হানে। 
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ-নির্ভুল বায়ুচালিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা কিয়েভের আর্টিওম ক্ষেপণাস্ত্র উৎপাদন ভবন ধ্বংস করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর আলোচনার পরপরই এই হামলাগুলো চালানো হয়। এটি জাতিসংঘ ও এই সংস্থার প্রতিনিধিত্বকারী সবকিছুকে অবমাননা করার একটি প্রচেষ্টা।

এদিকে ইউক্রেন সফরে গিয়ে গুতেরেস বুচা এবং কিয়েভ ঘুরে দেখেন। এ সব এলাকায় মস্কো যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে। তবে রাশিয়া বেসামরিক হত্যার কথা অস্বীকার করেছে।

গুতেরেসের সফরের মধ্যে কিয়েভে হামলার নিন্দা জানিয়েছে জার্মানি। বার্লিনের পক্ষ থেকে বলা হয়, এই হামলা দেখিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা