হোম > বিশ্ব > ইউরোপ

গুতেরেসের সফরের মধ্যে কিয়েভে হামলার কথা স্বীকার মস্কোর

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তাঁর সফরের মধ্যেই রাজধানী কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে। এই হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, দুই সপ্তাহের মধ্যে এটি কিয়েভে প্রথম হামলা। এই হামলায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। 

নিহত ওই সাংবাদিক যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপে কর্মরত ছিলেন। তাঁর বাসভবনে রুশ মিসাইল আঘাত হানে। 
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ-নির্ভুল বায়ুচালিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা কিয়েভের আর্টিওম ক্ষেপণাস্ত্র উৎপাদন ভবন ধ্বংস করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর আলোচনার পরপরই এই হামলাগুলো চালানো হয়। এটি জাতিসংঘ ও এই সংস্থার প্রতিনিধিত্বকারী সবকিছুকে অবমাননা করার একটি প্রচেষ্টা।

এদিকে ইউক্রেন সফরে গিয়ে গুতেরেস বুচা এবং কিয়েভ ঘুরে দেখেন। এ সব এলাকায় মস্কো যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে। তবে রাশিয়া বেসামরিক হত্যার কথা অস্বীকার করেছে।

গুতেরেসের সফরের মধ্যে কিয়েভে হামলার নিন্দা জানিয়েছে জার্মানি। বার্লিনের পক্ষ থেকে বলা হয়, এই হামলা দেখিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার