হোম > বিশ্ব > ইউরোপ

জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় নিহত ২, আহত ৫

উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে ছুরি হামলায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দেশটির ফেডারেল পুলিশ ফোর্সের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ফেডারেল পুলিশ ফোর্স জানিয়েছেন, কিয়েল থেকে হামবুর্গগামী একটি আঞ্চলিক ট্রেন ব্রোকস্টেড স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে এক ব্যক্তি বেশ কয়েকজন যাত্রীকে ছুরি দিয়ে আক্রমণ করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীও আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার কারণ তদন্তাধীন রয়েছে। হামলাকারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানায়নি পুলিশ।  

এদিকে পুলিশের মুখপাত্র জুরগেন হেনিংসেন বলেছেন, ‘হামলার পর ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এতে তিনজন গুরুতর আহত হন এবং আরও দুজন সামান্য আহত হয়েছেন। নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।’ 

শ্লেসউইগ-হলস্টেইন রাজ্যের আঞ্চলিক অভ্যন্তরীণ মন্ত্রী সাবিন সুয়েটারলিন-ওয়াক এই হামলায় শোক প্রকাশ করেছেন। মন্ত্রী বলেছেন, ‘ফেডারেল এবং রাজ্য পুলিশ হামলার কারণ তদন্ত করছে।’

সুয়েটারলিন-ওয়াক জার্মান পাবলিক ব্রডকাস্টার এনডিআরকে বলেছে, ‘এটি খুব ভয়ানক। এ ঘটনার জন্য আমরা হতবাক এবং আতঙ্কিত।’

এদিকে, তদন্ত পরিচালনা স্বার্থে  জার্মানির জাতীয় রেল কোম্পানি হামবুর্গ এবং কিয়েলের মধ্যে কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করেছে। 

প্রসঙ্গত, জার্মানিতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাগুলো ঘটেছে চরমপন্থী এবং গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের দ্বারা।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা