হোম > বিশ্ব > ইউরোপ

ইসরায়েলি আগ্রাসনবিরোধী মিছিল থেকে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরোধিতা করে সুইডেনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন শিক্ষার্থীদের একটি দল। সেই মিছিল থেকে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে সুইডিশ পুলিশ। আন্দোলনের আয়োজক গোষ্ঠীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন—আজ বুধবার ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের একটি ভবনের মূল ফটক অবরোধ করে ২০ জনের একটি দল। সেখান থেকেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। কোপেনহেগেন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘গ্রেপ্তারকৃতদের নাম আমি নিশ্চিত করতে পারছি না, তবে বিক্ষোভের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জোর করে বিল্ডিংয়ে প্রবেশ করেছেন এবং প্রবেশপথ আটকে দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।’ 

তবে বিক্ষোভ মিছিলের আয়োজন সংগঠন স্টুডেন্টস অ্যাগেইনস্ট দ্য অকুপেশনের এক মুখপাত্র বলেছেন, আটককৃতদের মধ্যে ২১ বছর বয়সী থুনবার্গ একজন। স্থানীয় সংবাদমাধ্যম একস্ট্রা ব্লাডেটের প্রকাশিত ছবিতে থুনবার্গের হাতে হাতকড়া দেখা যায়। এ সময় তাঁর কাঁধে সাদা-কালো কেফিয়াহ রাখা ছিল। 

এদিকে, থুনবার্গ ইনস্টাগ্রামে সুইডিশ দাঙ্গা পুলিশের একটি বিল্ডিংয়ে প্রবেশ করার ছবি শেয়ার করেছেন। সেখানে শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। 

এ ছাড়া ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন, ‘যদিও ফিলিস্তিনের পরিস্থিতি খারাপ হচ্ছে তারপরও ইউনিভার্সিটি অব কোপেনহেগেন ইসরায়েলের একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। আমরা একটি দাবি নিয়ে (বিশ্ববিদ্যালয়ের) কেন্দ্রীয় প্রশাসনিক ভবন দখল করেছি। আর তা হলো এখন একাডেমিক জায়গা থেকে (ইসরায়েলকে) বয়কট করতে হবে।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট