হোম > বিশ্ব > ইউরোপ

ইসরায়েলি আগ্রাসনবিরোধী মিছিল থেকে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরোধিতা করে সুইডেনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন শিক্ষার্থীদের একটি দল। সেই মিছিল থেকে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে সুইডিশ পুলিশ। আন্দোলনের আয়োজক গোষ্ঠীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডিশ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন—আজ বুধবার ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের একটি ভবনের মূল ফটক অবরোধ করে ২০ জনের একটি দল। সেখান থেকেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। কোপেনহেগেন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘গ্রেপ্তারকৃতদের নাম আমি নিশ্চিত করতে পারছি না, তবে বিক্ষোভের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা জোর করে বিল্ডিংয়ে প্রবেশ করেছেন এবং প্রবেশপথ আটকে দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।’ 

তবে বিক্ষোভ মিছিলের আয়োজন সংগঠন স্টুডেন্টস অ্যাগেইনস্ট দ্য অকুপেশনের এক মুখপাত্র বলেছেন, আটককৃতদের মধ্যে ২১ বছর বয়সী থুনবার্গ একজন। স্থানীয় সংবাদমাধ্যম একস্ট্রা ব্লাডেটের প্রকাশিত ছবিতে থুনবার্গের হাতে হাতকড়া দেখা যায়। এ সময় তাঁর কাঁধে সাদা-কালো কেফিয়াহ রাখা ছিল। 

এদিকে, থুনবার্গ ইনস্টাগ্রামে সুইডিশ দাঙ্গা পুলিশের একটি বিল্ডিংয়ে প্রবেশ করার ছবি শেয়ার করেছেন। সেখানে শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। 

এ ছাড়া ইনস্টাগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছেন, ‘যদিও ফিলিস্তিনের পরিস্থিতি খারাপ হচ্ছে তারপরও ইউনিভার্সিটি অব কোপেনহেগেন ইসরায়েলের একাডেমিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। আমরা একটি দাবি নিয়ে (বিশ্ববিদ্যালয়ের) কেন্দ্রীয় প্রশাসনিক ভবন দখল করেছি। আর তা হলো এখন একাডেমিক জায়গা থেকে (ইসরায়েলকে) বয়কট করতে হবে।’

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়ার, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন