হোম > বিশ্ব > ইউরোপ

ঋষি সুনাকের এক সপ্তাহের বিমান খরচ ৫ লাখ ইউরো

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক সপ্তাহে বিমানভ্রমণ বাবদ ৫ লাখ ইউরো ব্যয় করেছেন। গত বছরের নভেম্বরে ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণের সময় তিনি এই ব্যয় করেছেন বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। 

গত বছরের ৬ নভেম্বর মিসরে অনুষ্ঠিত ‘কোপ ২৭’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ঋষি সুনাক। পরদিন তিনি আবার যুক্তরাজ্যে ফিরে আসেন। এতে তাঁর ব্যয় হয়েছিল ১ লাখ ৮ হাজার ইউরো। সম্মেলন শেষে করে ওই সপ্তাহেই জি ২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যান সুনাক। ওই যাত্রায় তাঁর ব্যয় ৩ লাখ ৪০ হাজার ইউরো। এরপর ডিসেম্বরে লাটভিয়া ও এস্তোনিয়া ভ্রমণে গিয়েছিলেন ঋষি সুনাক। তখন মোট ব্যয় হয়েছিল ৬২ হাজার ৪৯৮ ইউরো, যার মধ্যে তাঁর ব্যক্তিগত খরচ ছিল ২ হাজার ৫০০ ইউরো। 

ঋষি সুনাকের এসব ব্যয়কে ‘অপচয়’ হিসেবে আখ্যা দিয়েছে লেবার পার্টির এমপিদের পার্লামেন্টারি গ্রুপ লিবারেল ডেমোক্র্যাটস। এক টুইটার পোস্টে গ্রুপটি বলেছে, মানুষ যখন দৈনন্দিন জীবনযাপনের ব্যয় মেটাতে সংগ্রাম করছে, সেখানে প্রধানমন্ত্রী দুঃখজনকভাবে করদাতাদের অর্থ অপচয় করছেন। 

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ‘বিশ্বনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতেই ঋষি সুনাক বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্যসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। সুতরাং এসব ভ্রমণকে মোটেও অপচয় বলা যায় না।’ 

ঋষি সুনাকের সরকার সর্বশেষ বাজেটে দেশের জন্মহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। এ ব্যাপারটি নিয়েও সমালোচনা করেছেন বিরোধী দলের এমপিরা। তাঁরা বলছেন, চাইল্ড কেয়ার ফার্মে ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির শেয়ার রয়েছে। সুতরাং এই বাজেটের মাধ্যমে তাঁর স্ত্রী উপকৃত হবেন।

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে