হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় অস্ত্র পাঠাবে না চীন

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে রাশিয়াকে কোনো অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করবে না বলে জানিয়েছে চীন। বরং ‘সংকট নিরসনে’ যা করা দরকার তার সবই করবে বেইজিং। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিং আং এসব কথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

গত কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছিল যে চীনের কাছে অস্ত্র ও অর্থ সহায়তা চেয়েছে রাশিয়া। এরপর গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করবে তবে চীনকে ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে। এই হুঁশিয়ারির পরই চীন জানিয়ে দিল, তারা মস্কোতে অস্ত্র পাঠাবে না।

এদিকে, রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য চীন প্রস্তুত বলে গত সপ্তাহে যে খবর ছড়িয়ে পড়েছে তা ‘ভুল তথ্য’ বলে দাবি করেছে চীন। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতেও রাজি নয় বেইজিং। 

চীনের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার খবর চলতি মাসের মাঝামাঝিতে প্রকাশ করেছিল সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছিল, রাশিয়া চায় ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চীন তাকে অস্ত্র দিয়ে সহযোগিতা করুক। 

তবে অভিযোগ ওঠার পর থেকেই চীন এ অভিযোগ অস্বীকার আসছিল। মস্কোর তরফ থেকেও বলা হয়েছিল যে তারা চীনের কাছে অস্ত্র চায়নি। এমনকি অস্ত্র এ আর্থিক সহায়তা চাওয়ার বিষয়টিকে ‘গুজব’ উড়িয়ে দেয় বেইজিং। 

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম