হোম > বিশ্ব > ইউরোপ

দনবাসের লিসিশানস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল রাশিয়া

দনবাস অঞ্চলের লুহানস্কের অন্যতম শহর লিসিশানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দু’পক্ষের লড়াইয়ের পর ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অবস্থান ছেড়ে দেয় এবং নিজেদের প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। ইউক্রেনের যোদ্ধাদের জীবন রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্টিলারি, যুদ্ধবিমান, জনশক্তি এবং অন্যান্য ক্ষেত্রে রাশিয়ার একাধিক সুবিধা রয়েছে। 

এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন যে তার বাহিনী লিসিশানস্ক দখল করেছে এবং লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তবে সে সময় ইউক্রেন দাবি করেছিল, রুশ বাহিনী হামলা জোরদার করলেও শহর দখলে নিতে পারেনি।  

রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লিসিশানস্কের রাস্তায় অবস্থান করছে রুশ বাহিনী। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায় লিসিশানস্কের প্রশাসনিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে ওড়ানো হচ্ছে রাশিয়ার পতাকা। 

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদা বলেছেন, চারদিক থেকে শহরটিকে অবরুদ্ধ করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। 

উল্লেখ্য, রুশ সৈন্যদের প্রবল আক্রমণের মুখে ইউক্রেনীয় সৈন্যরা সেভেরোদোনেৎস্ক ছেড়ে গিয়ে লিসিশানস্কে আশ্রয় নেয়। তারপর থেকেই রাশিয়া ও তাদের মদদপুষ্ট বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্যস্থল হয়ে ওঠে শহরটি। 

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস