হোম > বিশ্ব > ইউরোপ

দনবাসের লিসিশানস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল রাশিয়া

দনবাস অঞ্চলের লুহানস্কের অন্যতম শহর লিসিশানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দু’পক্ষের লড়াইয়ের পর ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অবস্থান ছেড়ে দেয় এবং নিজেদের প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। ইউক্রেনের যোদ্ধাদের জীবন রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্টিলারি, যুদ্ধবিমান, জনশক্তি এবং অন্যান্য ক্ষেত্রে রাশিয়ার একাধিক সুবিধা রয়েছে। 

এর আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন যে তার বাহিনী লিসিশানস্ক দখল করেছে এবং লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তবে সে সময় ইউক্রেন দাবি করেছিল, রুশ বাহিনী হামলা জোরদার করলেও শহর দখলে নিতে পারেনি।  

রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লিসিশানস্কের রাস্তায় অবস্থান করছে রুশ বাহিনী। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায় লিসিশানস্কের প্রশাসনিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে ওড়ানো হচ্ছে রাশিয়ার পতাকা। 

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদা বলেছেন, চারদিক থেকে শহরটিকে অবরুদ্ধ করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। 

উল্লেখ্য, রুশ সৈন্যদের প্রবল আক্রমণের মুখে ইউক্রেনীয় সৈন্যরা সেভেরোদোনেৎস্ক ছেড়ে গিয়ে লিসিশানস্কে আশ্রয় নেয়। তারপর থেকেই রাশিয়া ও তাদের মদদপুষ্ট বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্যস্থল হয়ে ওঠে শহরটি। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট