হোম > বিশ্ব > ইউরোপ

চুক্তি হলেও রাশিয়াকে খাদ্যশস্য রপ্তানিতে বাধা দেওয়া হচ্ছে: পুতিন 

রাশিয়া ওই ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তি করেছিল মস্কো–কিয়েভ। চুক্তি অনুসারে রাশিয়া ইউক্রেনকে খাদ্যশস্য রপ্তানি করতে দিলেও রাশিয়াকে খাদ্যশস্য রপ্তানিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের সেনাবাহিনীর গোলাবর্ষণ বিপর্যয় ডেকে আনতে পারে। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই অভিযোগ করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন থেকে পাঠানো এক বিবৃতে এই তথ্য জানিয়েছে। 

ক্রেমলিনের বিবৃতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোকে বলেছেন, গত মাসে ইস্তাম্বুলে হওয়া চুক্তি অনুসারে খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না রাশিয়া। ক্রমাগত ‘বাধা’র সম্মুখীন হচ্ছে। বিবৃতিতে রাশিয়ার খাদ্যশস্যের পাশাপাশি সার রপ্তানিতে বাধার সম্মুখীন হচ্ছে বলেও জানানো হয়েছে। 

মাঁখোর সঙ্গে আলাপকালে পুতিন বলেছেন, রুশ নিয়ন্ত্রিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় ইউক্রেনের হামলা বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এবং যেকোনো সময় ‘বিপর্যয় ঘটে যেতে পারে বলেও সতর্ক করেন পুতিন। 

পুতিন জোর দিয়ে বলেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণ একটি বড় আকারের বিপর্যয় ডেকে আনতে পারে।’ এ সময় উভয় দেশের নেতাই যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। 

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির