হোম > বিশ্ব > ইউরোপ

চুক্তি হলেও রাশিয়াকে খাদ্যশস্য রপ্তানিতে বাধা দেওয়া হচ্ছে: পুতিন 

রাশিয়া ওই ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তি করেছিল মস্কো–কিয়েভ। চুক্তি অনুসারে রাশিয়া ইউক্রেনকে খাদ্যশস্য রপ্তানি করতে দিলেও রাশিয়াকে খাদ্যশস্য রপ্তানিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের সেনাবাহিনীর গোলাবর্ষণ বিপর্যয় ডেকে আনতে পারে। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই অভিযোগ করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন থেকে পাঠানো এক বিবৃতে এই তথ্য জানিয়েছে। 

ক্রেমলিনের বিবৃতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোকে বলেছেন, গত মাসে ইস্তাম্বুলে হওয়া চুক্তি অনুসারে খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না রাশিয়া। ক্রমাগত ‘বাধা’র সম্মুখীন হচ্ছে। বিবৃতিতে রাশিয়ার খাদ্যশস্যের পাশাপাশি সার রপ্তানিতে বাধার সম্মুখীন হচ্ছে বলেও জানানো হয়েছে। 

মাঁখোর সঙ্গে আলাপকালে পুতিন বলেছেন, রুশ নিয়ন্ত্রিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় ইউক্রেনের হামলা বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এবং যেকোনো সময় ‘বিপর্যয় ঘটে যেতে পারে বলেও সতর্ক করেন পুতিন। 

পুতিন জোর দিয়ে বলেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণ একটি বড় আকারের বিপর্যয় ডেকে আনতে পারে।’ এ সময় উভয় দেশের নেতাই যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। 

দাভোসে শান্তি পরিষদ সনদ স্বাক্ষর আজ, আমৃত্যু চেয়ারম্যান হতে পারেন ট্রাম্প

রাশিয়ার অনুরোধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক আজ

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি