হোম > বিশ্ব > ইউরোপ

তিনিই প্রথম ব্রিটিশ রাজা, যাঁর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হয়েছেন চার্লস। গত শনিবার ‘রাজা তৃতীয় চার্লস’ নাম নিয়ে তিনি সিংহাসনে আরোহণ করেছেন। তিনি রানি এলিজাবেথের জ্যেষ্ঠ পুত্র। রাজা হিসেবে অভিষেক হওয়ার পর তাঁর সম্পর্কে জানার কৌতূহল বেড়েছে মানুষের মধ্যে। তাঁর অতীত জীবন ও ব্যক্তিগত জীবনের চমকপ্রদ কিছু তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। 

তিনি তৃতীয় ব্রিটিশ রাজা, যাঁর নাম ‘চার্লস’
রাজা প্রথম চার্লস ১৬২৫ সালে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের রাজা হিসেবে তাঁর বাবা জেমসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তাঁর শাসনামলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন রাজা প্রথম চার্লস। ইংল্যান্ডে শুরু হয়েছিল গৃহযুদ্ধ। রাজা প্রথম চার্লসের শেষটা হয়েছিল করুণ। ১৬৪৯ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তাঁর। অন্যদিকে রাজা দ্বিতীয় চার্লস ১৬৬০ থেকে ১৬৮৫ সাল পর্যন্ত গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের রাজা ছিলেন। এরপর গত শনিবার ব্রিটেন আরও একজন রাজা পেল, যার নাম চার্লস। 

সিংহাসনের সবচেয়ে দীর্ঘ মেয়াদি উত্তরাধিকারী
রাজা চার্লস ১৯৪৮ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকে রাজা ঘোষিত হওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন সিংহাসনের দীর্ঘতম উত্তরাধিকারী। তিনি রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করা সবচেয়ে বয়স্ক ব্যক্তিও। চার্লসের বয়স ৭৩। 

শহর গড়তে চেয়েছিলেন রাজা চার্লস
ইংল্যান্ডের ডরচেস্টারে ‘পাউন্ডবেরি’ নামে একটি শহর রয়েছে। চার্লস এই শহরটিকে প্রাচীন স্থাপত্য ও আধুনিক নগর-পরিকল্পনার মিশ্রণে গড়তে চেয়েছিলেন। কারণ নগর-পরিকল্পনা ও উন্নয়নে তাঁর ছিল প্রবল আগ্রহ। 

তিনি বিবাহবিচ্ছেদ হওয়া প্রথম রাজা
চার্লস ছিলেন সিংহাসনের প্রথম উত্তরাধিকারী, যাঁর বিবাহবিচ্ছেদ হয়েছিল। তিনি লেডি ডায়ানা স্পেনসারকে বিয়ে করেছিলেন। ১৯৯৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর এক বছর পর প্রিন্সেস ডায়ানা প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। ফলে প্রিন্স চার্লসকে ‘পুনর্বিবাহের সীমাবদ্ধতা’ থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৫ সালে তিনি ক্যামিলা পার্কার বোলস বিয়ে করেন। 

চার্লস ছিলেন ‘বেস্ট সেলার’ চিত্রশিল্পী
চার্লস ছিলেন একজন দক্ষ চিত্রশিল্পী। তিনি যুক্তরাজ্যের বেস্ট সেলার চিত্রশিল্পীদের একজন। পিপল সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, রাজা চার্লস প্রধানত জলরঙের ল্যান্ডস্কেপ আঁকতেন। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত তাঁর চিত্রকর্ম ৩০ লাখ ডলারে বিক্রি হয়েছে। তিনি তাঁর চিত্রকর্ম বিক্রি থেকে অর্জিত সমুদয় অর্থ চার্লস প্রিন্স অফ ওয়েলসের দাতব্য ফাউন্ডেশনে দান করেছেন। 

ভালোবাসেন কৃষিকাজ ও বাগান করা
রাজা চার্লস কৃষিকাজ ও বাগান করতে ভালোবাসেন। তিনি তাঁর কৃষি খামারে একা একা কাজ করেন। পিপল সাময়িকী জানিয়েছে, খামারের গাছপালার সঙ্গে রাজা চার্লস কথা বলতে পারেন বলে তিনি নিজে স্বীকার করেছেন। তিনি পরিবেশকে এতটাই ভালোবাসেন যে, ‘ডাচি অরিজিনালস’ নামে একটি পরিবেশবিষয়ক প্রতিষ্ঠানই গড়ে তুলেছেন। প্রতিষ্ঠানটি বিষমুক্ত ও প্রাকৃতিক খাদ্য উৎপাদন ও বিতরণ করে থাকে। এমনকি প্রাকৃতিক খাদ্য বিষয়ে পরামর্শও দিয়ে থাকে। তিনি তাঁর ভিনটেজ অ্যাস্টন মার্টিন গাড়িটি পরিবর্তন করেছেন এই উদ্দেশ্যে যে গাড়িটি যেন ওয়াইন থেকে তৈরি বায়োইথানল জ্বালানি দিয়ে চালানো যায়। 

সিংহাসনের উত্তরাধিকারী প্রথম ব্যক্তি, যাঁর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে
রানি এলিজাবেথ কিংবা তাঁর আগে যাঁরা সিংহাসনে আরোহণ করেছিলেন, তাঁরা সবাই নিজ প্রাসাদেই পড়ালেখা শিখেছেন। কিন্তু চার্লস ছিলেন ব্যতিক্রম। তাঁর জন্য প্রাসাদে পড়ালেখার ব্যবস্থা ছিল না। তিনি পাবলিক স্কুলে পড়ালেখা করেছেন। এমনকি তিনিই ব্রিটিশ সিংহাসনে আরোহণ করা প্রথম ব্যক্তি, যাঁর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে। রাজা চার্লস ১৯৬৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। 

নিজের পরকীয়ার কথা স্বীকার করেছেন চার্লস
প্রিন্সেস ডায়ানা যখন চার্লসের স্ত্রী ছিলেন, তখন তিনি অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন—এমন কথা নিজে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন রাজা চার্লস। তিনি সাক্ষাৎকারটি দিয়েছিলেন ব্রিটিশ সাংবাদিক জোনাথন ডিম্বলবিকে। 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট