হোম > বিশ্ব > ইউরোপ

নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ৫১

অগ্নিদগ্ধ নাইটক্লাব ‘পালস’। ছবি: সংগৃহীত

ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ১১৮ জন, যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে কোসানি শহরের পালস ক্লাবে এ ঘটনা ঘটে। কোসানির দূরত্ব দেশটির রাজধানী স্কোপজে থেকে মাত্র ১০০ কিলোমিটার।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির অন্যতম জনপ্রিয় এক হিপহপ জুটির কনসার্ট চলছিল সেখানে। কনসার্ট দেখতে ওই ক্লাবে প্রায় ১ হাজার ৫০০ জন জড়ো হয়েছিলেন। কনসার্ট চলাকালীন ভবনটিতে আগুন লাগে।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। বেশ কয়েকটি ইউনিটের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে অগ্নিকাণ্ড শুরুর মুহূর্তের কিছু ভিডিও ক্লিপ। ভিডিওতে দেখা যায়, স্টেজে গান করছে ডিএনকে নামের ব্যান্ড দল। হঠাৎ দুটি আগুনের স্ফুলিঙ্গ কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে ছাদে। ভিডিওতে দেখা যায়, ভবনটি যখন দাউ দাউ করে জ্বলছিল তখনো সেখানে ভিড় করছিল উৎসুক জনতা। নিরাপদ আশ্রয়ে না গিয়ে ফায়ার সার্ভিসের অভিযান দেখতে ভিড় করছিল তারা।

তবে, এখনো অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। কারণ জানতে শিগগিরই তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজি বা পটকা থেকে আগুনের সূত্রপাত।

স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তস্কোভস্কি বলেন, পাইরোটেকনিক ডিভাইস (আতশবাজির যন্ত্র) থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। আগুনের স্ফুলিঙ্গ যেভাবে ভবনের সিলিংয়ে উঠে আসতে দেখা গেছে তা থেকে ধারণা করা যায়, খুব দাহ্য কোনো পদার্থ থেকেই এই অগ্নিকাণ্ড।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী হৃশতিজান মিকোস্কি শোক প্রকাশ করেছেন। বলেছেন, ‘এতগুলো তরুণ তাজা প্রাণ ঝড়ে গেল! এটি খুবই দুঃখজনক!’

এই ঘটনাকে ট্র্যাজেডি অভিহিত করে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা