রাশিয়ার ককেশাস অঞ্চলের অংশ চেচনিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। ইউক্রেনে রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর ১২ ঘণ্টার মধ্যেই চেচনিয়ার ওয়েবসাইট হ্যাক হলো। অ্যানোনিমাস নামে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এর দায়ভার স্বীকার করেছে।
চেচনিয়ার রাশিয়ার ককেশাস অঞ্চলের নেতা রমজান কাদিরভ ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র।
অ্যানোনিমাস গত শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে। এরই মধ্যে হ্যাকার গ্রুপটি রাশিয়ান সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রাশিয়ার টুডের প্রতিবেদনেও এই হামলার কথা নিশ্চিত করা হয়েছে।