হোম > বিশ্ব > ইউরোপ

চন্দ্রযান লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর হাসপাতালে রুশ বিজ্ঞানী

প্রায় অর্ধশতাব্দী পর রাশিয়ার চাঁদে অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশযান লুনা-২৫ অবতরণের আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে। আর এ খবর শুনে এই অভিযানের সংশ্লিষ্ট বিজ্ঞানী ‘অসুস্থ হয়ে’ মস্কোর হাসপাতালে ভর্তি হয়েছেন।

দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, পদার্থবিদ ও মহাকাশচারী মিখাইল মারোভের বয়স ৯০ বছর। শনিবার লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ক্রেমলিনের পাশের হাসপাতালে তিনি ভর্তি হন। 

নিউজ চ্যানেল আরবিসি ও মস্কোভস্কি কোসোমোলেটস পত্রিকাকে মিখাইল বলেন, বিধ্বস্ত হওয়ার খবরটি তিনি মেনে নিতে পারেননি। 

সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানগুলোতেও কাজ করেছেন মিখাইল মারোভের। তিনি লুনা-২৫-এর অভিযানকে সারা জীবনের কাজের অভিজ্ঞতার ফলাফল হিসেবে উল্লেখ করেন। 

মিখাইল বলেন, ‘এটি দুঃখজনক যে, মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারেনি। চাঁদের অভিযানের সফলতা দেখার জন্য এই শেষ আশা ছিল আমার।’ 

মহাকাশযান ধ্বংসের পেছনের কারণগুলো গভীরভাবে আলোচনা ও পরীক্ষা করা হবে বলে তিনি আশা করেন। 

লুনা-২৫-এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের অভিযানের উত্তরাধিকার হতে চেয়েছিল মস্কো।  

গত রোববার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, হঠাৎ করে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে চাঁদের অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়েছে। 

সংস্থাটি আরও জানায়, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল ও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলছে, তারা ধ্বংসের কারণ উদ্‌ঘাটনে তদন্ত করবে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নির্দিষ্ট কোনো কারিগরি সমস্যার কথা বলা হয়নি।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার