হোম > বিশ্ব > ইউরোপ

বেলজিয়ামের ‘কার্নিভ্যাল প্যারেডে’ গাড়িচাপায় নিহত ৬ 

বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের একটি ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ায় চাপা পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে দেশটির রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণের ছোট শহর স্ট্রেপি-ব্র্যাকেনিজে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রোববার একটি বেলজিয়ামের ঐতিহ্যবাহী উৎসব ‘কার্নিভ্যাল প্যারেডে’ অংশ নেওয়ার প্রস্তুতির প্রাক্কালে প্রায় ৬০ জনের একটি দলের ওপর গাড়িটি দ্রুতগতিতে চলে যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। 

পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, বেশ কয়েকজন গুরুতর আহত এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, এটি কোনো ধরনের সন্ত্রাসী হামলার সম্ভাবনা নয়। 

পুলিশের মুখপাত্র ক্রিস্টিনা ইয়ানোকো বলেন, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। গাড়িটি লোকজনের ওপর উঠে গেলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুতই তাঁকে আটক করে। গাড়ির চালক ও গাড়িতে থাকা অন্যান্যদের আটক করা হয়েছে। 

এদিকে, রোববার সকালে এই দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইট করেছেন বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানেলিস ভারলিন্ডেন। ভারলিন্ডে তাঁর টুইটে লিখেছেন, 
 ‘যা একটি দারুণ উৎসবে পরিণত হওয়ার কথা ছিল তা পরিণত হয়েছে এক ট্র্যাজেডিতে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ 

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট