হোম > বিশ্ব > ইউরোপ

বেলজিয়ামের ‘কার্নিভ্যাল প্যারেডে’ গাড়িচাপায় নিহত ৬ 

বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের একটি ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ায় চাপা পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে দেশটির রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণের ছোট শহর স্ট্রেপি-ব্র্যাকেনিজে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রোববার একটি বেলজিয়ামের ঐতিহ্যবাহী উৎসব ‘কার্নিভ্যাল প্যারেডে’ অংশ নেওয়ার প্রস্তুতির প্রাক্কালে প্রায় ৬০ জনের একটি দলের ওপর গাড়িটি দ্রুতগতিতে চলে যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। 

পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, বেশ কয়েকজন গুরুতর আহত এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, এটি কোনো ধরনের সন্ত্রাসী হামলার সম্ভাবনা নয়। 

পুলিশের মুখপাত্র ক্রিস্টিনা ইয়ানোকো বলেন, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। গাড়িটি লোকজনের ওপর উঠে গেলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুতই তাঁকে আটক করে। গাড়ির চালক ও গাড়িতে থাকা অন্যান্যদের আটক করা হয়েছে। 

এদিকে, রোববার সকালে এই দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইট করেছেন বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানেলিস ভারলিন্ডেন। ভারলিন্ডে তাঁর টুইটে লিখেছেন, 
 ‘যা একটি দারুণ উৎসবে পরিণত হওয়ার কথা ছিল তা পরিণত হয়েছে এক ট্র্যাজেডিতে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড