হোম > বিশ্ব > ইউরোপ

খুনের দায়ে ফেঁসে গেলেন রাশিয়ার অ্যালুমিনিয়াম ম্যাগনেট

খুন করার অভিযোগে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এক সময়ের প্রভাবশালী ব্যবসায়ী এবং আঞ্চলিক সংসদ সদস্য অ্যানাতলি বাইকভকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-এর দশকে ওই খুনটি করেছিলেন বাইকভ। 

২০০০ সালে অপসারিত হওয়ার আগ পর্যন্ত রুসাল অ্যালুমিনিয়াম কোম্পানির ক্রাসনোয়ার্স্ক অ্যালুমিনিয়াম প্ল্যান্টের সভাপতিত্ব করেছেন অ্যানাতোলি বাইকভ। অ্যালুমিনিয়াম ম্যাগনেট হিসেবে তখন থেকেই সুপরিচিত ছিলেন তিনি। এ ছাড়া ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্রাসনোয়ার্স্ক আঞ্চলিক আইনসভায় একজন আইন প্রণেতা হিসাবে দায়িত্বপালন করেছেন। 

মস্কো টাইমস জানিয়েছে, ১৯৯৮ সালে প্রতিদ্বন্দ্বী গ্যাং লিডার ভ্লাদিমির ফিলিপভকে হত্যার আদেশ দেওয়ার জন্য অভিযুক্ত ছিলেন বাইকভ। অভিযোগ প্রমাণিত হলে বিচারক প্যানেলের সদস্যরা তাঁর ১৩ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন। এ অবস্থায় ক্রাসনোয়ারস্কের কিরোভস্কি জেলা আদালত তাঁকে ১২ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ সুরক্ষার কারাগারে রাখার নির্দেশ প্রদান করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের দায়ে বাইকভের বিরুদ্ধে এটি তৃতীয় রায়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর এবং ২০২১ সালের মে মাসে তাঁর বিরুদ্ধে আরও দুটি রায় হয়েছে। অভিযোগ দুটির মধ্যে—২০০৫ সালে তিনি প্রতিদ্বন্দ্বী এক ব্যবসায়ীকে হত্যার আদেশ দিয়েছিলেন এবং ১৯৯৪ সালে দুই ব্যক্তিকে হত্যা করেছিলেন। 

ইন্টারফ্যাক্সের তথ্য অনুসারে, তিনটি মামলার সম্মিলিত শাস্তি হিসেবে বাইকভকে ২০ বছর কারাগারের ভেতর থাকতে হবে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট