হোম > বিশ্ব > ইউরোপ

মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে রাশিয়া: মুখপাত্র 

ধর্মীয় অনুষঙ্গের ভিত্তিতে মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে রাশিয়ার অবস্থান ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। গতকাল বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে ইসলামভীতিকে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেন তিনি।

জাখারোভাকে উদ্ধৃত করে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু বলেছে, ইসলামভীতি মোকাবিলায় মুসলিম দেশগুলো ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) দৃষ্টিভঙ্গির সঙ্গে সংহতি প্রকাশ করছে রাশিয়া। 

তিনি বলেন, ‘আমরা ধর্মীয় অনুষঙ্গের ভিত্তিতে মুসলিমদের বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে। শুধু ব্যক্তিভেদে নয়, বিশ্বাসীদের সমষ্টিগত অধিকারের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পক্ষে দাঁড়িয়েছি আমরা।’ 

প্রতিবছর ১৫ মার্চ ‘আন্তর্জাতিক ইসলামভীতি মোকাবিলা দিবস’ হিসেবে পালিত হয়। এই দিবস সামনে রেখে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইসলামভীতি মোকাবিলায় কর্মসূচি’ শিরোনামে মুসলিম দেশগুলোর খসড়া প্রস্তাবের প্রতি রাশিয়ার সমর্থনের প্রতিশ্রুতি দেন জাখারোভা।

তিনি বলেন, এই প্রস্তাবে সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যের নীতি অংশ হিসেবে ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা বলা হয়েছে। এ ধরনের ধর্মীয় অসহিষ্ণুতা মোকাবিলায় জাতিসংঘের বিশেষ দূতকে এখতিয়ার দেওয়ার বিধান রয়েছে প্রস্তাবটিতে। রাশিয়া এই খসড়া প্রস্তাবের সহপৃষ্ঠপোষক বলে জানান জাখারোভা।

গত সপ্তাহে ইউরোপে ইসলামভীতির সমালোচনা করে জাখারোভা বলেন, কাউন্সিল অব ইউরোপের পার্লামেন্টারি অ্যাসেম্বলির অধিবেশনে ইসলামভীতির চর্চা ‘নজিরবিহীন মাত্রায়’ পৌঁছেছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট