হোম > বিশ্ব > ইউরোপ

ভাগনার বিদ্রোহের পর পুতিনের আমন্ত্রণে ক্রেমলিনে গিয়েছিলেন প্রিগোঝিন

ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনারের বিদ্রোহের পরও এই বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে নিজ দপ্তরে ডেকে নিয়ে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুধু প্রিগোঝিনই নন, গত ২৯ জুন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে ওই সাক্ষাতের সময় ভাগনার বাহিনীর আরও ৩৪ কমান্ডার ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ভাগনার কমান্ডারদের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ এবং ২৪ জুন তাঁদের বিদ্রোহ নিয়ে পুতিন নিজের মূল্যায়ন তুলে ধরেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানান। 

পেসকভকে উদ্ধৃত করে বিবিসি বলছে, গত ২৪ জুন ব্যর্থ বিদ্রোহের সময় যা ঘটেছে, তা নিয়ে নিজের মূল্যায়ন প্রিগোঝিনকে জানিয়েছেন পুতিন। তিনি ভাগনার কমান্ডারদের অভিযোগগুলো শোনেন। কমান্ডাররা জোর দিয়ে বলেন, তাঁরা পুতিনের কট্টর সমর্থক। রাশিয়ার জন্য লড়াই চালিয়ে যেতে চান।

ভাগনার কমান্ডারদের যুদ্ধে অংশগ্রহণের সুযোগের পাশাপাশি তাঁদের বিকল্প কর্মসংস্থানের প্রস্তাব দেন পুতিন।  

রাশিয়ার সামরিক নেতৃত্বের ওপর ক্ষুব্ধ প্রিগোঝিন ২৪ জুন বিদ্রোহ ঘোষণা করেন। নিজের যোদ্ধাদের নিয়ে মস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। এ সময় ইউক্রেন সীমান্তবর্তী বেশ কয়েকটি শহর দখলে নেন ভাগনার যোদ্ধারা। একপর্যায়ে ক্রেমলিনের সঙ্গে সমঝোতার পর বিদ্রোহ থামান প্রিগোঝিন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রিগোঝিন বা ভাগনার যোদ্ধাদের ভাগ্যে কী ঘটেছে বা ঘটতে যাচ্ছে, তা এখনো জানা যায়নি। 

বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোঝিন বিদ্রোহ থামান। সমঝোতা অনুযায়ী, প্রিগোঝিন ও ভাগনারের যোদ্ধাদের একাংশের বেলারুশে থাকার কথা। তবে তাঁরা কেউ এখন বেলারুশে নেই বলে গত বৃহস্পতিবার জানিয়েছেন লুকাশেঙ্কো।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট