হোম > বিশ্ব > ইউরোপ

অগ্নিকাণ্ডের মধ্যেও অপারেশন থিয়েটার ছাড়লেন না চিকিৎসকরা

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ব্লাগোভেশ্চেনশেকের একটি হাসপাতালে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্বাভাবিকভাবেই হুলুস্থুল পড়ে যায় হাসপাতালে। এই পরিস্থিতির মধ্যেও সফলভাবে রোগীর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করেছেন চিকিৎসকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আমুর স্টেট মেডিক্যাল অ্যাকাডেমির ছাদে হঠাৎ আগুন লাগে। ১৯০৭ সালে হাসপাতালটি নির্মাণের সময় থেকেই ছাদটি ছিল কাঠের। ফলে আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

আগুন টের পাওয়ার পরপরই ১২০ জনকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়। ওই সময় এক রোগীর ওপেন হার্ট সার্জারি চলছিল। আগুন লাগার পর বিদ্যুতের প্রধান সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর জরুরি বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে অস্ত্রোপচার শেষ করেন চিকিৎসকরা। আগুনের ধোঁয়া প্রতিরোধে অপারেশন থিয়েটারে একজস্ট ফ্যানের ব্যবহারও করা হয়।    

রাশিয়ায় জরুরি সেবা মন্ত্রণালইয়ের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের মধ্যেই ঘণ্টাদুই ধরে অস্ত্রোপচার চালিয়ে যান আট চিকিৎসক-নার্সের দল।  পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

আগুন লাগার পর দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। তারা হাসপাতাল থেকে সবাইকে বের করে আনেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওই চিকিৎসক দল জানিয়েছে, ওপেন হার্ট সার্জারি শুরু হয়ে যাওয়ায় মাঝপথে তা বন্ধ করা সম্ভব ছিল না। এ কারণেই ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার চালিয়ে যাওয়া হয়।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড