হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটিশ যুদ্ধজাহাজের দিকে গুলি ছুড়েছে রাশিয়া

ঢাকা: ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের দিকে সতর্কতামূলক গুলি ও বোমা নিক্ষেপ করেছে রাশিয়া। আজ বুধবার ক্রিমিয়ার কেপ ফিওলেন্ট উপকূলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, জাহাজটি কৃষ্ণসাগরে রুশ জলসীমায় ঢুকে গিয়েছিল। তবে এ দাবি অস্বীকার করেছে যুক্তরাজ্য।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডারকে রুশ জলসীমা লঙ্ঘন করলে অস্ত্র ব্যবহার করা হবে বলে প্রাথমিক হুঁশিয়ারি দেওয়া  হয়। তারা এতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। 

রুশ মন্ত্রণালয় জানিয়েছে,  ব্রিটিশ যুদ্ধজাহাজটি সীমা পেরিয়ে তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করায় গুলি ছোড়া হয়। 

রাশিয়া বলছে, তাদের একটি প্যাট্রল জাহাজ এইচএমএস ডিফেন্ডারের দিকে গুলি ছুড়ে সতর্ক করে এবং একটি এসইউ-২৪ যুদ্ধবিমান সেটির গতিপথ বরাবর চারটি বোমা ফেলে। এতে বাধ্য হয়ে ব্রিটিশ যুদ্ধজাহাজটি মুখ ঘুরিয়ে নেয়। 

এ ঘটনার বিষয়ে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তাকে মস্কো তলব করেছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম তাস। 

তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডিফেন্ডারের দিকে গুলি-বোমা ছোড়ার কোনো ঘটনাই ঘটেনি। 

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, রয়্যাল নেভির জাহাজটি আন্তর্জাতিক আইন অনুসরণ করে ইউক্রেনের জলসীমা দিয়ে নির্বিবাদভাবে পথ পার হচ্ছে মাত্র। 
 
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। আন্তর্জাতিক মহলের ব্যাপক সমালোচনা সত্ত্বেও এখনো অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছে রুশ সরকার। 

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ