পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরে গোলাবারুদের একটি বৃহৎ ডিপো ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শুক্রবার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রুশ সেনারা গোলাবারুদের ডিপোটি ধ্বংস করেছে। এ ছাড়া লুহানস্ক অঞ্চলে গুলি করে ইউক্রেনের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মিসাইল দিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর গোলাবারুদের ডিপো ধ্বংস করা হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ভিডিওটি ‘অবজেকটিভ মনিটরিং’ পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ ছাড়া এসইউ-২৫ ও মিগ-২৯ নামের ইউক্রেনের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে রুশ বাহিনী।
এর আগে গত মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ গোলাবারুদের ডিপো ধ্বংস করার কথা জানিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপর এপ্রিল মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলীয় বারভিনকোভ ও ইভানিভকা অঞ্চলের কাছে গোলাবারুদের দুটি ডিপো ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। এ ছাড়া লুহানস্কের কাছে ইউক্রেনের একটি এসইউ-২৪ বিমান ভূপাতিত করেছে তারা। গতকাল বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে গোলাবারুদের একটি বড় ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা।
দুই মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ। ইতিমধ্যে ইউক্রেনের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।