হোম > বিশ্ব > ইউরোপ

কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবে গেছে

রাশিয়ার একটি অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বুধবার জাহাজটিতে বিস্ফোরণজনিত কারণে আগুন লাগার পর গতকাল বৃহস্পতিবার এটি ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেন দাবি করেছে, মস্কোভা নামের জাহাজটিকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সে জন্যই জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং অবশেষে ডুবে যায়। তবে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে কোনো তথ্য দেয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আগুন লাগার পর মস্কোভা গতকাল ডুবে গেছে। 

বার্তা সংস্থা রয়টার্স রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, আগুন লাগার পর মস্কোভাকে বন্দরের দিকে নিয়ে যাওয়ার সময় ঝোড়ো আবহাওয়ার মধ্যে সেটি ডুবে যায়। 

রাশিয়া এর আগে বলেছিল, গোলাবারুদ বিস্ফোরিত হয়ে আগুন লাগার পর সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্র ক্রুজার মস্কোভায় থাকা পাঁচ শতাধিক ক্রুকে সরিয়ে নেওয়া হয়। তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা নেপচুন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধজাহাজটিতে আঘাত করেছিলেন। 

এ ব্যাপারে রাশিয়া বলেছে, তারা বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখছে। এদিকে রয়টার্স লিখেছে, জাহাজটি ডুবে গেছে কি না এবং এ সংক্রান্ত তথ্যগুলো এখনো তারা যাচাই করতে পারেনি। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের প্রথম দিনেই মস্কোভা যুদ্ধজাহাজ থেকে কৃষ্ণসাগরে স্নেক আইল্যান্ড রক্ষাকারী ইউক্রেনীয় সীমান্ত সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল। বিস্ফোরকবোঝাই সেই জাহাজ অবশেষে ডুবে গেল। 

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান