হোম > বিশ্ব > ইউরোপ

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হতে যাচ্ছে আজ শনিবার। তিনি হবেন ব্রিটেনের ৪০তম রাজা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটেনের নাগরিকেরা অধীর আগ্রহে ক্ষণ গণনা করছেন রাজ্যাভিষেক অনুষ্ঠানের।

আজ রাজ্যাভিষেক হওয়ার মাধ্যমে রাজা তৃতীয় চার্লসের ৭০ বছরের অপেক্ষার হবে। ১৯৫৩ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার হয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান। সেখানে ৭০০ বছরের পুরোনো রাজসিংহাসনে আসীন হবেন তিনি। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক যতটা জাঁকজমকপূর্ণ হয়েছিল, রাজা তৃতীয় চার্লসের অনুষ্ঠান ততটা আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকপূর্ণ হবে না বলে রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে রাজমুকুট পরানো হবে।

ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা। ইতিমধ্যে তাঁরা লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এখন লন্ডনে রয়েছেন।

বিবিসি জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানে সারা বিশ্বের ২০৩টি দেশের প্রতিনিধি, ১০০টি দেশের সরকারপ্রধান এবং বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যসহ ২ হাজারের বেশি অতিথি যোগ দেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের ৩০ হাজারের বেশি পর্যটক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২ ঘণ্টা সময় নিয়ে চলবে এই অভিষেক অনুষ্ঠান।

এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন।

গত বছরের সেপ্টেম্বরে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর রাজার দায়িত্ব নেন তৃতীয় চার্লস। তিনি নিয়ম অনুযায়ী ৫৬টি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত কমনওয়েলথেরও প্রধান। আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট