হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কে ভয়াবহ দাবানল, নিহতের সংখ্যা বেড়ে ৮ 

তুরস্কের বিভিন্ন স্থানে পাঁচ দিন ধরে দাবানলের আগুন জ্বলছে। এতে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। হাজার হাজার দমকল কর্মী আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ নিয়ে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর মানাভগাত থেকে রোববার দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শহরের আরও ১০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

 কর্তৃপক্ষ বলছে, তুরস্কের শতাধিক জায়গায় দাবালের আগুন ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে বেশির ভাগ দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি বলেন, বেশির ভাগ আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও মানাভগাত এবং মারমারিস শহরে আগুন এখনো জ্বলছে। এ ছাড়া মিলাসের অভ্যন্তরীণ কিছু এলাকাতে দাবানলের আগুন এখনো জ্বলছে। ওই সব স্থান থেকে বাসিন্দা এবং পর্যটকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। 

গত বুধবার থেকে এই দাবানল শুরু হওয়ার পর হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের পাশাপাশি রাশিয়া, ইরান, আজারবাইজানের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। 

এদিকে দাবানল নিয়ন্ত্রণে ইউরোপিয়ান দেশগুলোর সাহায্য চেয়েছে তুরস্ক। ইউরোপীয় ইউনিয়ন গতকাল রোববার জানিয়েছে, তাদের পক্ষ থেকে তিনটি উড়োজাহাজ তুরস্কে উদ্ধার কাজ চালাচ্ছে। এর মধ্যে একটি ক্রোয়েশিয়ার এবং দুটি স্পেনের। 

উল্লেখ্য, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট