জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব চলছে ইউরোপ জুড়ে। গত কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রিস, তুরস্ক, রাশিয়া ও ইতালি। সেই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ইতালির সিসিলিতে সর্বোচ্চ ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলো, যা ইউরোপে গত ৪৪ বছরের মধ্যে সর্বোচ্চ।
এর আগে ১৯৭৭ সালে এথেন্সে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফ্রিকা থেকে ধেয়ে আসা লুসিফার নামক তাপপ্রবাহের কারণে ইতালিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এই তাপপ্রবাহটি দেশটির মূল ভূখণ্ড অতিক্রম করে উত্তর অঞ্চলে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রাজধানী রোমে তাপমাত্রা আরও বাড়বে। ইতিমধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কয়েকটি শহরে চরম তাপ দাহের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। একই সঙ্গে আট থেকে ১৫টি শহরের মানুষ ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে বলে ধারণা করছে।