হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস 

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস। তিনি বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। স্থানীয় সময় আজ শুক্রবার কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান নির্বাচনে সদস্যদের ভোটদান শেষে বিষয়টি অনেকটা নিশ্চিতই বলা চলে। দলীয় সদস্যদের ভোটদান শেষে বুথফেরত জরিপও ট্রাসের পক্ষেই কথা বলছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান নির্বাচনের এই প্রক্রিয়া অবশেষে শেষ হতে যাচ্ছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে কনজারভেটিভ পার্টির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।

কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান নির্বাচনের দীর্ঘ প্রক্রিয়ায় সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে টিকে ছিলেন দুই প্রার্থী। তাঁরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক ব্রিটিশ চ্যান্সেলর অব এক্সচেকার, অর্থাৎ অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। নির্বাচনের শেষ ধাপে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তন দেশটির চ্যান্সেলর ঋষি সুনাক। নির্বাচনে শুরু থেকেই সুনাকের ব্যাপক জনপ্রিয়তা দেখা যায়। পুরো নির্বাচন প্রক্রিয়ায় ব্যাপারটি অত্যন্ত উপভোগ করেছেন বলে জানান ট্রাস। ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। বিষয়টিকে ট্রাসের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। 

এর আগে একাধিক কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে মন্ত্রিসভার সদস্যদের একযোগে পদত্যাগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রিত্ব ত্যাগের ঘোষণা দেন বরিস জনসন। সে সময়, অর্থাৎ গত আগস্টেই তাঁর স্থলাভিষিক্ত করা ও দলীয় প্রধান বাছাইয়ের জন্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। চূড়ান্ত পর্যায়ে দলীয় সদস্যদের এই ভোটের মাধ্যমে সেই প্রক্রিয়া শেষ হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের বিষয়টিও চূড়ান্ত হতে যাচ্ছে। এই নির্বাচনে অনলাইন ও ডাকযোগে প্রায় ২ লাখ টোরি সদস্য ভোট প্রদান করছেন।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার