হোম > বিশ্ব > ইউরোপ

শর্ত সাপেক্ষে ইউক্রেনের রপ্তানি জাহাজ চলাচল করতে দেবে রাশিয়া

শর্ত সাপেক্ষে ইউক্রেনের রপ্তানি পণ্য পরিবহনকারী জাহাজ চলাচল করতে দেবে রাশিয়া। শর্ত হলো ইউক্রেনকে এই সুবিধা পেতে হলে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কৃষ্ণ সাগর ও আজভ সাগরে রাশিয়ার অবরোধের কারণে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। আর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রপ্তানি সীমিত করতে বাধ্য হয়েছে রাশিয়া। গুরুত্বপূর্ণ এই দেশ দুটির রপ্তানি বন্ধ থাকায় বিশ্বে খাদ্যশস্যের দাম বাড়ার পাশাপাশি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় শর্ত সাপেক্ষে ইউক্রেনের রপ্তানি জাহাজের চলাচলে সম্মত হওয়ার কথা জানিয়েছে রাশিয়া।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী অন্দ্রেই রুদেনকো গতকাল বলেছেন, ‘খাদ্যসংকট সমাধানে যৌথ পদক্ষেপ নেওয়ার কথা আমরা বারবার বলেছি। এ জন্য রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে হবে। সাগরে নিজেদের ছড়িয়ে দেওয়া মাইনও সরাতে হবে ইউক্রেনকে।’ এ ছাড়া দখলে নেওয়ার পর আজভ বন্দরও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তিনি। 

গম, ভুট্টা, যবজাতীয় শস্যের প্রায় এক-তৃতীয়াংশের জোগান দেয় রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া, ভুট্টা ও সূর্যমুখী ফুলের তেল রপ্তানির জন্যই ইউক্রেন বিখ্যাত। তিন মাসে দেশটির প্রায় দুই কোটি টন শস্য রপ্তানি আটকে আছে। খাদ্যসংকটের কারণে আফ্রিকার প্রায় ১৪টি দেশে রীতিমতো দুর্ভিক্ষের শঙ্কা দেখা দিয়েছে। কারণ, এসব দেশের কোনো কোনোটি ৯০ থেকে শতভাগ রুশ খাদ্যশস্যনির্ভর। এ পরিস্থিতিতে রাশিয়ার ঘোষণার বাস্তবায়ন হলে বিশ্বে ঘনিয়ে আসা খাদ্যসংকট কিছুটা কমতে পারে।

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ