হোম > বিশ্ব > ইউরোপ

নথিবিহীন হাজারো অভিবাসীকে নাগরিকত্ব দেবে আয়ারল্যান্ড

হাজার হাজার অবৈধ অভিবাসী এবং তাঁদের পরিবারকে নাগরিকত্ব দেওয়ার পথে হাঁটছে আয়ারল্যান্ড। গত সোমবার আইরিশ সরকারের বিচারমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন। 

মন্ত্রণালয়ের হিসাবে, আয়ারল্যান্ডে প্রায় ১৭ হাজার অবৈধ অভিবাসী রয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজার শিশু। 

সরকারি ঘোষণা অনুযায়ী, যেসব অবৈধ অভিবাসী চার বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন, তাঁরা সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি অনুমতি পেতে আবেদন করতে পারেন।

বিচারমন্ত্রী হেলেন ম্যাকএন্টি বলছেন, এটি ‘ওয়ানস ও জেনারেশন’ স্কিম। পরিকল্পনাটি হাজার হাজার মানুষের জীবন উন্নত করবে। তাঁরা সমাজে অবদান রেখে যাচ্ছেন, কিন্তু আইনি বেড়াজালের মধ্যে তাঁদের থাকতে হচ্ছে। 

নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে শিশুদের পরিবারের জন্য কিছুটা ছাড় দেবে সরকার। ১৮ বছরের কম বয়সী শিশু থাকলে তিন বছর বসবাস করলেই আয়ারল্যান্ডের নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। আর ১৮ বছরের বেশি বয়সী সন্তান থাকলে ২৩ বছর পর্যন্ত এ ছাড় পাবেন। 

আবেদনকারীরা আয়ারল্যান্ডে কাজ করার অনুমতি পাবেন এবং তাঁদের আইরিশ নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু হবে। 

এ ছাড়া বিদ্যমান প্রত্যাবাসন আইনের অধীন বা প্রাক্তন ছাত্র ভিসাধারীরাও আবেদন করতে পারবেন। 

আবেদনকারীদের অবশ্যই সন্তোষজনক আচরণের প্রমাণ এবং দেশের জন্য কোনো হুমকির কারণ হবেন না এমন রেকর্ড থাকতে হবে। তবে ছোটখাটো অপরাধের জন্য আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা কম। 

স্কিমটি ছয় মাসের জন্য চলবে। ৩১ জুলাইয়ের পর আর আবেদন গ্রহণ করা হবে না। 

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা