হোম > বিশ্ব > ইউরোপ

নথিবিহীন হাজারো অভিবাসীকে নাগরিকত্ব দেবে আয়ারল্যান্ড

হাজার হাজার অবৈধ অভিবাসী এবং তাঁদের পরিবারকে নাগরিকত্ব দেওয়ার পথে হাঁটছে আয়ারল্যান্ড। গত সোমবার আইরিশ সরকারের বিচারমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন। 

মন্ত্রণালয়ের হিসাবে, আয়ারল্যান্ডে প্রায় ১৭ হাজার অবৈধ অভিবাসী রয়েছেন। তাঁদের মধ্যে ৩ হাজার শিশু। 

সরকারি ঘোষণা অনুযায়ী, যেসব অবৈধ অভিবাসী চার বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন, তাঁরা সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি অনুমতি পেতে আবেদন করতে পারেন।

বিচারমন্ত্রী হেলেন ম্যাকএন্টি বলছেন, এটি ‘ওয়ানস ও জেনারেশন’ স্কিম। পরিকল্পনাটি হাজার হাজার মানুষের জীবন উন্নত করবে। তাঁরা সমাজে অবদান রেখে যাচ্ছেন, কিন্তু আইনি বেড়াজালের মধ্যে তাঁদের থাকতে হচ্ছে। 

নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে শিশুদের পরিবারের জন্য কিছুটা ছাড় দেবে সরকার। ১৮ বছরের কম বয়সী শিশু থাকলে তিন বছর বসবাস করলেই আয়ারল্যান্ডের নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। আর ১৮ বছরের বেশি বয়সী সন্তান থাকলে ২৩ বছর পর্যন্ত এ ছাড় পাবেন। 

আবেদনকারীরা আয়ারল্যান্ডে কাজ করার অনুমতি পাবেন এবং তাঁদের আইরিশ নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু হবে। 

এ ছাড়া বিদ্যমান প্রত্যাবাসন আইনের অধীন বা প্রাক্তন ছাত্র ভিসাধারীরাও আবেদন করতে পারবেন। 

আবেদনকারীদের অবশ্যই সন্তোষজনক আচরণের প্রমাণ এবং দেশের জন্য কোনো হুমকির কারণ হবেন না এমন রেকর্ড থাকতে হবে। তবে ছোটখাটো অপরাধের জন্য আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা কম। 

স্কিমটি ছয় মাসের জন্য চলবে। ৩১ জুলাইয়ের পর আর আবেদন গ্রহণ করা হবে না। 

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড