হোম > বিশ্ব > ইউরোপ

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা কর্মকর্তারা

চীনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক কমিশনার চেং গুওপিং রুশ রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভের সঙ্গে দেখা করেছেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় সন্ত্রাসবাদ প্রতিরোধ ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছেন। 

ইউক্রেন যুদ্ধে চীনের কাছ থেকে অস্ত্রসহায়তা চেয়েছে রাশিয়া—যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন অভিযোগ ওঠার মধ্যেই এই বৈঠক হলো। 

যুক্তরাষ্ট্র এরই মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, চীন যদি সরাসরি সামরিক সরঞ্জাম দিয়ে রাশিয়াকে সহায়তা করে, তবে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করবে না। 

এদিকে ইউক্রেন যুদ্ধে চীন যে ভূমিকা পালন করছে, সে সম্পর্কে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ ছড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে বেইজিং। যুক্তরাষ্ট্র বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে ইউক্রেন ইস্যুতে এসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সামরিক সরঞ্জাম সহায়তা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়াও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অভিযান চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার নিজস্ব উপকরণ আছে। আমরা বলেছি, অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে এবং সময়মতো শেষ হবে।’ 

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম