হোম > বিশ্ব > ইউরোপ

ব্রিটেনের সেনাঘাঁটিতে ঢুকে দুটি বিমানের ক্ষতিসাধন করলেন ফিলিস্তিনপন্থীরা

আজকের পত্রিকা ডেস্ক­

অক্সফোর্ডশায়ারের ব্রাইজ নরটন রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটি। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীরা জানিয়েছে, তাঁরা যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে দুটি পরিবহন বিমানের ক্ষতিসাধন করেছেন।

‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের গোষ্ঠীটি এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, দুজন কর্মী অক্সফোর্ডশায়ারের ব্রাইজ নরটন রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে প্রবেশ করে এবং রিফুয়েলিং ও পরিবহনের জন্য ব্যবহৃত দুটি ভয়েজার বিমানের ক্ষতিসাধন করে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তাদের কর্মীরা দ্রুত বিমানের কাছে পৌঁছানোর জন্য বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করেছিলেন। এরপর তাঁরা পুনর্ব্যবহারযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে বিমান এবং রানওয়ের ওপর লাল রং স্প্রে করেন, যা রক্তের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্রওবার (পেরেট ওঠানোর জন্য বাঁকানো রড) দিয়ে বিমানের আরও ক্ষতি করা হয়েছে।

গোষ্ঠীর একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইসরায়েল সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানানো সত্ত্বেও, ব্রিটেন সামরিক পণ্য পাঠানো, গাজার ওপর গুপ্তচর বিমান উড়ানো এবং মার্কিন/ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে রিফুয়েল করার কাজ চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওই দুই কর্মী ঘাঁটির নিরাপত্তা কর্মীরা তৎপর হওয়ার আগেই ফিরে এসেছেন।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবাদী গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মীদের প্রতিবাদ করার একটি ভিডিও শেয়ার করেছে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্বচ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন