হোম > বিশ্ব > ইউরোপ

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের পর মনোযোগ বেড়েছে ডাচ্‌ শিক্ষার্থীদের: জরিপ

আজকের পত্রিকা ডেস্ক­

নেদারল্যান্ডসের স্কুলগুলোতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়েছে বলে জরিপ থেকে জানা গেছে। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের স্কুলগুলোতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করার পর শিক্ষার্থীদের মনোযোগের মাত্রা বেড়েছে।

ডাচ্‌ সরকারের উদ্যোগে করা এক জরিপে এমনটাই উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই জরিপে অংশ নেওয়া ৩১৭টি উচ্চবিদ্যালয়ের মধ্যে তিন-চতুর্থাংশ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

প্রায় দুই-তৃতীয়াংশ স্কুল বলছে, নিষেধাজ্ঞার ফলে স্কুলের সামাজিক পরিবেশ উন্নত হয়েছে। অন্যদিকে এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠান জানিয়েছে, শিক্ষার্থীদের ফলাফলেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

নেদারল্যান্ডসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিষয়ক মন্ত্রী মারিয়াল পাউল বলেন, ‘স্কুলে মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের মধ্যে বিক্ষিপ্ততা কমেছে। তারা পাঠে আরও মনোযোগী হচ্ছে এবং আরও সামাজিক হয়ে উঠছে।

‘শ্রেণিকক্ষে মোবাইল ফোন না রাখার সিদ্ধান্ত অসাধারণ ইতিবাচক ফল দিচ্ছে। এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আমি স্কুলগুলোর প্রশংসা করি।’

রয়টার্স জানিয়েছে, নেদারল্যান্ডসের স্কুলগুলোতে এই নিষেধাজ্ঞা গত বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। প্রাথমিক বিদ্যালয়েও এটি প্রযোজ্য।

সাধারণত শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শেষের দিকে মোবাইল ফোন স্কুলে আনতে শুরু করে। ফলে এই স্তরে নিষেধাজ্ঞার প্রভাব তুলনামূলকভাবে কম ছিল বলে জরিপে উল্লেখ করা হয়।

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ