হোম > বিশ্ব > ইউরোপ

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের পর মনোযোগ বেড়েছে ডাচ্‌ শিক্ষার্থীদের: জরিপ

আজকের পত্রিকা ডেস্ক­

নেদারল্যান্ডসের স্কুলগুলোতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়েছে বলে জরিপ থেকে জানা গেছে। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের স্কুলগুলোতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করার পর শিক্ষার্থীদের মনোযোগের মাত্রা বেড়েছে।

ডাচ্‌ সরকারের উদ্যোগে করা এক জরিপে এমনটাই উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই জরিপে অংশ নেওয়া ৩১৭টি উচ্চবিদ্যালয়ের মধ্যে তিন-চতুর্থাংশ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

প্রায় দুই-তৃতীয়াংশ স্কুল বলছে, নিষেধাজ্ঞার ফলে স্কুলের সামাজিক পরিবেশ উন্নত হয়েছে। অন্যদিকে এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠান জানিয়েছে, শিক্ষার্থীদের ফলাফলেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

নেদারল্যান্ডসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিষয়ক মন্ত্রী মারিয়াল পাউল বলেন, ‘স্কুলে মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের মধ্যে বিক্ষিপ্ততা কমেছে। তারা পাঠে আরও মনোযোগী হচ্ছে এবং আরও সামাজিক হয়ে উঠছে।

‘শ্রেণিকক্ষে মোবাইল ফোন না রাখার সিদ্ধান্ত অসাধারণ ইতিবাচক ফল দিচ্ছে। এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আমি স্কুলগুলোর প্রশংসা করি।’

রয়টার্স জানিয়েছে, নেদারল্যান্ডসের স্কুলগুলোতে এই নিষেধাজ্ঞা গত বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। প্রাথমিক বিদ্যালয়েও এটি প্রযোজ্য।

সাধারণত শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শেষের দিকে মোবাইল ফোন স্কুলে আনতে শুরু করে। ফলে এই স্তরে নিষেধাজ্ঞার প্রভাব তুলনামূলকভাবে কম ছিল বলে জরিপে উল্লেখ করা হয়।

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি