হোম > বিশ্ব > ইউরোপ

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের পর মনোযোগ বেড়েছে ডাচ্‌ শিক্ষার্থীদের: জরিপ

আজকের পত্রিকা ডেস্ক­

নেদারল্যান্ডসের স্কুলগুলোতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়েছে বলে জরিপ থেকে জানা গেছে। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের স্কুলগুলোতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করার পর শিক্ষার্থীদের মনোযোগের মাত্রা বেড়েছে।

ডাচ্‌ সরকারের উদ্যোগে করা এক জরিপে এমনটাই উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই জরিপে অংশ নেওয়া ৩১৭টি উচ্চবিদ্যালয়ের মধ্যে তিন-চতুর্থাংশ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

প্রায় দুই-তৃতীয়াংশ স্কুল বলছে, নিষেধাজ্ঞার ফলে স্কুলের সামাজিক পরিবেশ উন্নত হয়েছে। অন্যদিকে এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠান জানিয়েছে, শিক্ষার্থীদের ফলাফলেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

নেদারল্যান্ডসের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিষয়ক মন্ত্রী মারিয়াল পাউল বলেন, ‘স্কুলে মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের মধ্যে বিক্ষিপ্ততা কমেছে। তারা পাঠে আরও মনোযোগী হচ্ছে এবং আরও সামাজিক হয়ে উঠছে।

‘শ্রেণিকক্ষে মোবাইল ফোন না রাখার সিদ্ধান্ত অসাধারণ ইতিবাচক ফল দিচ্ছে। এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আমি স্কুলগুলোর প্রশংসা করি।’

রয়টার্স জানিয়েছে, নেদারল্যান্ডসের স্কুলগুলোতে এই নিষেধাজ্ঞা গত বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। প্রাথমিক বিদ্যালয়েও এটি প্রযোজ্য।

সাধারণত শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শেষের দিকে মোবাইল ফোন স্কুলে আনতে শুরু করে। ফলে এই স্তরে নিষেধাজ্ঞার প্রভাব তুলনামূলকভাবে কম ছিল বলে জরিপে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে রাশিয়ার উচ্ছ্বাস

চেরনোবিল পারমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত, তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ে জাতিসংঘের সতর্কবার্তা

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন