হোম > বিশ্ব > ইউরোপ

রুশ বাহিনীর ৫টি হামলা রুখে দিয়েছে ইউক্রেন

ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনীর পাঁচটি হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা বাহিনীর দেওয়া সর্বশেষ প্রতিবেদনে এ দাবি করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কিয়েভের প্রধান রাস্তা ও আবাসিক এলাকা দখলের চেষ্টায় থাকা রুশ বাহিনীকে তারা অব্যাহতভাবে বাধা দিয়ে যাচ্ছে। তারা উত্তর-পশ্চিম ও পূর্ব দিক থেকে রুশ বাহিনীকে আটকে রেখেছে। এ ছাড়া দোনেৎস্ক ও লুহানস্কে রুশ বাহিনীর দুটি ট্যাংক, একটি সাঁজোয়া যান একটি সাধারণ গাড়ি ধ্বংস করেছে ইউক্রেন সেনারা। এতে রুশ বাহিনীর কয়েকজন সৈন্য হতাহত হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর প্রতিবেদনে। তবে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। 

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা রুশ বাহিনীর চারটি বিমান, চারটি হেলিকপ্টার এবং দুইটি ইউএভি ধ্বংস করেছে। 

তবে বিবিসি জানিয়েছে, তারা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। অভিযান শুরুর আগেই দেশটিতে রুশপন্থী বিদ্রোহী-নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। সম্প্রতি রাশিয়া জানিয়েছে, ইউক্রেন অভিযানে তাদের নতুন লক্ষ্য হবে এই দুই অঞ্চলকে পুরোপুরি মুক্ত করা। এমন পরিস্থিতিতে গতকাল রোববার লুহানস্ক প্রজাতন্ত্রের প্রধান ঘোষণা দিয়েছেন, রাশিয়ার অন্তর্ভুক্ত হতে এ অঞ্চলে গণভোটের আয়োজন করা হবে। 

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম