হোম > বিশ্ব > ইউরোপ

চ্যান্সেলর প্রার্থীরা পরিবেশকে গুরুত্ব না দেওয়ায় অনশনে জার্মান তরুণেরা

জার্মানিতে ২৬ সেপ্টেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অথচ, কোনো দল এখন পর্যন্ত পরিবেশকে গুরুত্ব দিয়ে তেমন কোন আলোচনা তোলেনি, ইশতেহার দেয়নি। বিষয়টি মানতে না পেরে টানা তিন সপ্তাহ ধরে অনশন চালিয়ে যাচ্ছেন কয়েকজন তরুণ। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বার্লিনে চ্যান্সেলর ভবনের কাছাকাছি তাবু বসিয়ে তাঁরা অনশন চালিয়ে যাচ্ছেন। হাতে আঁকা ব্যানারে পরিবেশের বর্তমান অবস্থা ও প্রত্যাশা তুলে ধরছেন। এদের মধ্যে ১৮ থেকে ২৭ বছর বয়সী ছয়জন রয়েছেন। অনশনকারীরা এরই মধ্যে দুর্বল বোধ করলেও আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। 

এ তরুণদের অভিযোগ, প্রায়ই জার্মানি প্রায়ই বন্যা, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। সঠিক উদ্যোগ নিলে এসব দুর্যোগ মোকাবিলা বা ক্ষতি কমানো খুব বেশি কঠিন কাজ নয়। তবে দুই সপ্তাহ বাদে নির্বাচন হলেও কোনো দলের প্রার্থীই এ বিষয়ে তেমন কোন ইশতেহার বা বিজ্ঞানসম্মত সমাধান উপস্থাপন করতে পারেনি।' অনির্দিষ্টকালের অনশন' এর পরিণতি সম্পর্কে তাঁরা ভীত হলেও জলবায়ু পরিবর্তনের ব্যাপারে ভয় আরও বেশি বলেও তাঁরা উল্লেখ করেন। তাই তাঁরা এ সংগ্রাম করে যাচ্ছেন। 

অনশনকারী জ্যাকব হেইঞ্জ (২৭) বলেন, 'আমি এটা করছি কারণ আমাদের সরকার তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ দুর্যোগ থেকে বাঁচাতে ব্যর্থ হচ্ছে যা অকল্পনীয় ও ভয়াবহ। আমরা পানি, খাদ্য এবং ভূমির মতো সম্পদ নিয়ে সংগ্রামের মুখোমুখি হতে যাচ্ছি। এরই মধ্যে পৃথিবীর অনেক মানুষ এ বাস্তবতার মুখোমুখি। তাই বাবা, মা ও বন্ধুদের জানিয়ে দিয়েছি যে আর দেখা নাও হতে পারে।' একই উদ্দেশ্যে ক্যাম্প থেকে দূরে আরও চারজন তাঁদের অনশনে যোগ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

অনশনকারীদের মুখপাত্র হান্না লুয়েবার্ট বলেন, 'জলবায়ু সংকট একটি রাজনৈতিক সংকট এবং হয়তো আমাদের গণতন্ত্রেরও একটি সংকট। কারণ, প্রতি চার বছর পরপর নির্বাচন এবং আমাদের সংসদের মধ্যে তদবিরকারীদের ব্যাপক প্রভাব এবং অর্থনৈতিক স্বার্থ প্রায়শই এই সত্যের দিকে নিয়ে যায় যে অর্থনৈতিক স্বার্থের চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সভ্যতা, আমাদের বেঁচে থাকা।' 

অনশনকারীদের সঙ্গে এখন পর্যন্ত মাত্র একজন চ্যান্সেলর প্রার্থী (গ্রিন পার্টির অ্যানালেনা বেয়ারবক) ফোনে কথা বলেছেন। তিনি অনশনকারীদের অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তা নাকচ করেছেন এ তরুণেরা। অন্য প্রার্থীরা যোগাযোগ করেননি বলেও তাঁরা হতাশা প্রকাশ করেন। 

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট