হোম > বিশ্ব > চীন

করোনার টিকা নিতে বাধ্য করছে চীন সরকার 

জনগণকে করোনার টিকা নিতে বাধ্য করছে চীন সরকার। যে সব চীনা জনগণ করোনার টিকা নেবেন না তাঁদেরকে স্কুল, হাসপাতাল, শপিং মলে ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।  

২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীন সরকার এমন সময় জনগণকে টিকা নিতে বাধ্য করছে যখন সারা বিশ্বে দাপট দেখাচ্ছে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট। 

জানা গেছে,  চলতি বছরের শেষ নাগাদ চীনের ১৪০ কোটি মানুষের মধ্যে ৬৪ শতাংশ মানুষকে টিকা দিতে চায় চীন সরকার। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার চীনের ইউনান প্রদেশের চুজিয়োং শহরে এক সরকারি নোটিশে বলা হয়েছে যে জুলাই ২৩ তারিখের মধ্যে ১৮ বছরের বেশি সকল নাগরিকদের টিকার একটি ডোজ হলেও নিতে হবে। আর যারা ভ্যাকসিন নেবেন না তাঁরা হাসপাতাল, স্কুল, লাইব্রেরি, মিউজিয়াম, কারাগারে এবং গণপরিবহনে প্রবেশ করতে পারবেন না। আর এক মাসের মধ্যে দুই ডোজ না নিলে কাউকে সরকারি ভবনগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।

এই রকম নোটিশ চীনের কমপক্ষে ১২টি শহরে দেওয়া হয়েছে। এই শহরগুলো ছয়টি জিয়াংজি প্রদেশের, একটি সিচুয়ান প্রদেশের, একটি গুয়াংজি এবং তিনটি ফুজিয়ান প্রদেশের। 

গত সোমবার চীনের হেনান প্রদেশের তিয়ানহে কাউন্টিতে জারি করা একটি নোটিশে বলা হয়, ২০ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন না নিলে শ্রমিকদের মজুরি দেওয়া হবে না। 

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশে করেছেন অনেকে। একজন টুইটার ব্যবহারকারী লেখেন, প্রথমে আপনারা বলেছেন, স্বেচ্ছায় ভ্যাকসিন নেবেন। আর এখন জোর করছেন। 

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির