হোম > বিশ্ব > এশিয়া

শুল্ক এখন ভূরাজনীতির হাতিয়ার: আনোয়ার

আনোয়ার ইব্রাহিম

শুল্ক এখন ভূরাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরে গতকাল বুধবার আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আনোয়ার ইব্রাহিম বলেন, ক্ষমতা আগেও বাণিজ্যকে প্রভাবিত করেছে; কিন্তু এখন তা বাণিজ্যকে পুরোপুরি সংজ্ঞায়িত করছে। শুল্ক, রপ্তানিতে বিধিনিষেধ ও বিনিয়োগে প্রতিবন্ধকতা—এই উপকরণগুলো এখন আর শুধু অর্থনীতির বিষয় নয়, বরং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধারালো অস্ত্রে পরিণত হয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, একসময় প্রবৃদ্ধি ও সহযোগিতা বাড়াতে যেসব নীতি ব্যবহৃত হতো, সেগুলোকে এখন অন্যদের ওপর চাপ সৃষ্টি, তাদের নিয়ন্ত্রণ ও বিচ্ছিন্ন করে ফেলার কাজে ব্যবহার করা হচ্ছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের চারপাশের বাস্তবতা পরিষ্কারভাবে বুঝতে হবে, সমন্বিতভাবে কথা বলতে হবে এবং দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে। আসিয়ানের ঐক্য শুধু ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, সেটিকে আমাদের প্রতিষ্ঠান, কৌশল ও অর্থনৈতিক সিদ্ধান্তে প্রতিফলিত করতে হবে। বহুপক্ষীয় ব্যবস্থাপনা টিকবে না, যদি এর নীতিগুলো শুধু সুবিধামতো অনুসরণ করা হয়। তাই আসিয়ানকে অবশ্যই নীতিগত অবস্থানে থাকতে হবে।’

তিনি বলেন, আসিয়ানের শক্তি বিরোধহীনতায় নয়, বরং বিরোধকে গঠনমূলকভাবে সামাল দেওয়ার সক্ষমতায়।

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন