হোম > বিশ্ব > এশিয়া

মহাকাশ প্রযুক্তিশিল্প গড়তে রাশিয়ার দ্বারস্থ মিয়ানমার

মিয়ানমারে মহাকাশ প্রযুক্তিশিল্প গড়ে তুলতে চান দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। আর তা বাস্তবায়ন করতে দ্বারস্থ হয়েছেন রাশিয়ার। গত রোববার মিন অং হ্লাইং রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমসের উপ-মহাপরিচালক সের্গেই ভ্যালেন্তিনোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রাশিয়া ও মিয়ানমারের মধ্যে মহাকাশ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেন। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত বৈঠকে মিন অং হ্লাইং ও সের্গেই ভ্যালেন্তিনোভিচ ছাড়াও আরও উপস্থিত ছিলেন মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের যুগ্ম-সচিব ইয়ে উইন ও এবং মন্ত্রী নৌবাহিনীর প্রধান মো. অং। সামরিক সহযোগিতা জোরদারে অবদান রাখায় এই দুজন চলতি বছরের মার্চে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পদক লাভ করেন। 

জান্তা নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে, উভয় পক্ষ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি, মহাকাশ প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য মিয়ানমারের শিক্ষার্থীদের রাশিয়ায় পাঠানো এবং মানবসম্পদ উন্নয়নে রাশিয়ার সহায়তা নিয়ে আলোচনা করেছে। 

উল্লেখ্য, রাশিয়া ২০২১ সালে মিয়ানমারে অভ্যুত্থানের অনেক আগে থেকেই দেশটির সামরিক কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে। অভ্যুত্থানের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত অস্ত্র বাণিজ্যের বাইরেও বহুমাত্রিক অংশীদারত্বের দিকে প্রসারিত হয়। 

এর আগে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে আরও একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের নিকট প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি