হোম > বিশ্ব > এশিয়া

মহাকাশ প্রযুক্তিশিল্প গড়তে রাশিয়ার দ্বারস্থ মিয়ানমার

মিয়ানমারে মহাকাশ প্রযুক্তিশিল্প গড়ে তুলতে চান দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। আর তা বাস্তবায়ন করতে দ্বারস্থ হয়েছেন রাশিয়ার। গত রোববার মিন অং হ্লাইং রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমসের উপ-মহাপরিচালক সের্গেই ভ্যালেন্তিনোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রাশিয়া ও মিয়ানমারের মধ্যে মহাকাশ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেন। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত বৈঠকে মিন অং হ্লাইং ও সের্গেই ভ্যালেন্তিনোভিচ ছাড়াও আরও উপস্থিত ছিলেন মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের যুগ্ম-সচিব ইয়ে উইন ও এবং মন্ত্রী নৌবাহিনীর প্রধান মো. অং। সামরিক সহযোগিতা জোরদারে অবদান রাখায় এই দুজন চলতি বছরের মার্চে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পদক লাভ করেন। 

জান্তা নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে, উভয় পক্ষ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি, মহাকাশ প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য মিয়ানমারের শিক্ষার্থীদের রাশিয়ায় পাঠানো এবং মানবসম্পদ উন্নয়নে রাশিয়ার সহায়তা নিয়ে আলোচনা করেছে। 

উল্লেখ্য, রাশিয়া ২০২১ সালে মিয়ানমারে অভ্যুত্থানের অনেক আগে থেকেই দেশটির সামরিক কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে। অভ্যুত্থানের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত অস্ত্র বাণিজ্যের বাইরেও বহুমাত্রিক অংশীদারত্বের দিকে প্রসারিত হয়। 

এর আগে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে আরও একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের নিকট প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বন্ডি বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার