হোম > বিশ্ব > এশিয়া

৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এক দিনের বিরতি পেলেন রাহুল গান্ধী

অর্থ পাচার মামলায় টানা তৃতীয় দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। এক দিন পর আগামীকাল শুক্রবার আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ইডি। এ নিয়ে গত তিন দিনে রাহুল গান্ধী ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব জানিয়েছে। 

একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, রাহুল ইডির কাছে এক দিনের বিরতি চেয়ে আবেদন করেছিলেন। ইডি তা মঞ্জুর করেছে। ফলে আজ বৃহস্পতিবার রাহুলকে ইডি কার্যালয়ে যেতে হবে না।

সূত্রটি আরও জানিয়েছে, রাহুলকে জিজ্ঞাসাবাদের একটি অডিও ও ভিডিও রেকর্ড করেছে ইডি। পরে তাঁর বক্তব্য টাইপ করা হয়। সেখানে তিনি ও তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষর করেন।

এদিকে রাহুল গান্ধীর মা এবং কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর স্বাস্থ্যের উন্নতি হলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলায় তাঁকেও অভিযুক্ত করা হয়েছে। 

কংগ্রেসের শীর্ষ নেতা ও কর্মীরা এ ঘটনাকে বিজেপির প্রতিহিংসার রাজনীতি বলে অভিহিত করেছেন। তাঁরা ইডি কার্যালয়ের বাইরে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। যেকোনো সময় দিল্লি পুলিশ ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যেতে পারে। ইতিমধ্যে কংগ্রেসের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করেছে পুলিশ। 

কংগ্রেসের শীর্ষ নেতা কেসি ভেনুগোপাল, ভূপেশ বাঘেল এবং রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘পুলিশ পার্টির প্রধান কার্যালয়ে ঢুকে সেখান থেকে নেতা-কর্মীদের আটক করে নিয়ে গেছে।’ 

ন্যাশনাল হেরাল্ড মামলায় গত সোমবার প্রথমবারের মতো দিল্লির ইডি কার্যালয়ে হাজিরা দেন রাহুল গান্ধী। ওই দিন দুই দফায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। এরপর মঙ্গলবার তাঁকে আবারও ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ায় বুধবার তাঁকে আবার ইডি কার্যালয়ে যেতে হয়। সেদিন ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় রাহুল ইডি কার্যালয় থেকে বের হয়ে যান। এক দিন বিরতির পর আগামীকাল তাঁকে আবারও ইডি কার্যালয়ে হাজিরা দিতে হবে। 

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড