হোম > বিশ্ব > এশিয়া

ভারত থেকে কাউকে ঢুকতে দেবে না নিউজিল্যান্ড

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারত ভ্রমণকারীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড। এই নিষেধাজ্ঞার আওতায় নিউজিল্যান্ডের নাগরিকরাও রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৭ জনই ভারত ভ্রমণকারী। এই ঘটনার পরই নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।  

অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ভারত ভ্রমণকারীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হলো।

নিউজিল্যান্ড সরকার জানায়, ১১ এপ্রিল স্থানীয় সময় বিকাল ৪টা থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে এবং আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।  

গত সেপ্টেম্বরের পর সম্প্রতি সময়ে ভারতে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পেয়েছে। দেশটিতে আজ বুধবারও রেকর্ড ১ লাখ ২৬ হাজার ৭৮৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে এ পর্যন্ত ২ হাজার ৫৩১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ জন।

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭