আফগানিস্তানের রাজধানী কাবুলে সেনা হাসপাতালে হামলায় তালেবানের গুরুত্বপূর্ণ কমান্ডার হামাদুল্লাহ মোখলিস নিহত হয়েছেন। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
তালেবান গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে কট্টরপন্থী সংস্থা হাক্কানি নেটওয়ার্কের সদস্য হামদুল্লাহ মোখলিস রয়েছেন। তিনি তালেবানের বাদরি কোর্পস বিশেষ বাহিনীর সদস্য। তালেবান আফগানিস্তান দখলের পর এই প্রথম তাদের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যকে হত্যা করা হলো।
তালেবান সদস্যদের বরাত দিয়ে গণমাধ্যম বলেয়, `যখন সর্দার দাউদ খান হাসপাতালে হামলা করা হয়, মৌলভী হামাদুল্লাহ দ্রুত সেখানে যান। আমরা তাঁকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি হেসেছেন। পরে আমরা তাঁর মৃতদেহ পেয়েছি। তিনি সম্মুখযুদ্ধে মারা গেছেন।'
গতকাল মঙ্গলবার কাবুলের সেনা হাসপাতালে হামলা চালায় তালেবান। এই হামলায় কমপক্ষে ১৯ জন মারা যান।
সেনা হাসপাতালে আত্মঘাতী এই হামলা শুরু করে আইএস সদস্যরা। পরে সেখানে গোলাগুলি হয়। হামলাটি ১৫ মিনিটে ঠেকিয়ে দিয়েছে তালেবান।
এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেন, দ্রুত হামলা ঠেকানো হয়েছে। এই হামলায় ১৯ জনের মৃত্যু হয়েছে।