ভারতের কেরালায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই তিনি ভারতে প্রবেশ করেছিলেন বলে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ বলছে, আরিফুল ইসলাম (২৬) বাংলাদেশের পিরোজপুরের বাসিন্দা। তিনি কেরালার অরথুঙ্কালে ভাঙারি সংগ্রহ করেন।
স্থানীয় পুলিশপ্রধান চৈত্র তেরেসা জনকে উদ্ধৃত করে দ্য হিন্দু বলছে, গত ২৩ আগস্ট যৌন হয়রানির ঘটনাটি ঘটে। ওই শিশুকে একা পেয়ে আরিফুল তাদের ঘরে অনুপ্রবেশ করেন। ঘটনার পরপরই তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করায় তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টেও মামলা হয়েছে। অরথুঙ্কাল সার্কেল ইন্সপেক্টর পি. জি মধুর নেতৃত্বে একটি দল এই মামলার তদন্ত করছে।