হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের সীমান্তের কাছে ঘাঁটি গড়ছে চীন

তাজিকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন। আফগানিস্তানের তালেবান সরকারের চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নজরদারি চালানোর সক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝে তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের খবর এল। আজ বৃহস্পতিবার তাজিকিস্তানের একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

দারিদ্র্যপীড়িত তাজিকিস্তান এবং চীনের মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিত মিলছে চীনের এই উদ্যোগে। সাবেক-সোভিয়েত ভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তাজিকিস্তানে চীনের আরও একটি ঘাঁটি রয়েছে।

তাজিকিস্তানের সংসদের নিম্ন কক্ষের একজন মুখপাত্র সংসদ সদস্য তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছে। তাজিকিস্তানের পার্বত্য গোর্নো-বাদাখশান প্রদেশের ইশকাশিম জেলায় এই ঘাঁটি করার পরিকল্পনা করা হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, চীনের অর্থায়নে পুরো নির্মাণ কাজ হবে। ঘাঁটি নির্মাণের পর সেটি তাজিকিস্তানের পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘাঁটি নির্মাণের জন্য ৮৫ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করছে চীন

এ নিয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, আপনি যে পরিস্থিতির কথা বলেছেন, আমি সে সম্পর্কে অবগত নই। 

আফগানিস্তান দখলের পর তালেবানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইছে চীন। এরই মধ্যে উইঘুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় না দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭

৭.৬ মাত্রার ভূমিকম্পে জাপানে আহত ৩০, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে

অস্ট্রেলিয়ায় তরুণীকে হত্যার পর ৪ বছর ভারতে লুকিয়ে ছিলেন ঘাতক