হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিন, পিয়ংইয়ংয়ের জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ 

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিসমৃদ্ধ একটি সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি নৌবন্দরে আসার কয়েক ঘণ্টা পরই দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার গভীর রাতে পূর্ব উপকূল থেকে সমুদ্রে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর কোরিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের কথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক মহড়ার পদক্ষেপ নেওয়ার পর উত্তর কোরিয়া জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। দক্ষিণ কোরীয় দ্বীপে উত্তেজনা দেখা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার নৌবন্দরে পারমাণবিক শক্তিসমৃদ্ধ একটি সাবমেরিন মোতায়েনে ক্ষুব্ধ হয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানিয়েছে, এই সাবমেরিন মোতায়েন উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারেও বাধ্য করতে পারে। 

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করছে। এ ঘটনাকে ওয়াশিংটন অস্থিতিশীল পরিস্থিতি বলে বর্ণনা করেছে।

তবে গতকাল সোমবার এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ওই দুই ক্ষেপণাস্ত্র উক্ষেপণ মার্কিন সেনা, অঞ্চল বা মিত্রদের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেনি।

এর আগে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানায়, সোমবার পরমাণু শক্তিসমৃদ্ধ একটি মার্কিন সাবমেরিন সামরিক সরঞ্জাম লোড করার জন্য দক্ষিণ কোরিয়ার দক্ষিণ দ্বীপ জেজু নৌঘাঁটিতে প্রবেশ করে। 

এদিকে গত সপ্তাহজুড়ে উত্তর কোরিয়া পশ্চিম উপকূলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও, যা ১৯৮০ সালের পর প্রথমবারের মতো পরীক্ষা চালায় কিম জং উন। মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে আসার পর এই পরীক্ষা চালানো হয়। 

যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির উত্তেজনার পারদ বেড়েছে। এর মূল কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি।
গত বছর উত্তর কোরিয়া নিজেকে একটি ‘পারমাণবিক শক্তিধর দেশ’ হিসেবে ঘোষণা করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এরপর তার দেশের সামরিক বাহিনীকে একটি ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির জন্য মহড়া জোরদারের নির্দেশ দেন।

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১১

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০