হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ৩৩

দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলে গত চার দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।

আজ রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়ুনহাপের বরাত দিয়ে জানিয়েছে, টানা ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের চুংচিয়ং প্রদেশের একটি বাঁধ আংশিক ধসে পড়েছে। অঞ্চলটির অধিকাংশ রাস্তাঘাট ডুবে গেছে। একাধিক গাড়ি পানির তোড়ে ভেসে গেছে। ব্যাহত হয়েছে রেলযোগাযোগ।

স্থানীয় কর্মকর্তারা জানান, বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের কারণে এখনো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। একই কারণে বাড়ি ছাড়তে হয়েছে কয়েক হাজার মানুষকে। কর্মকর্তারা আরও জানান, মৃতদের অধিকাংশই গিয়োংসাং প্রদেশের এবং তাঁরা প্রায় সবাই ভূমিধসের কারণেই মারা গেছেন। 

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ুনহাপ জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও বন্যায় কয়েক হাজার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্য প্রায় ৬ হাজার ৪০০ জনকে তাদের নিজ বাড়ি থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রবল পানির তোড়ে প্রায় ১৯টি গাড়ি ভেসে গেছে। 

কোরিয়া রেলরোড করপোরেশন জানিয়েছে, তারা সব ধীরগতির ট্রেন ও কিছু বুলেট ট্রেনকে থামিয়ে দিচ্ছে। অন্য বুলেট ট্রেনগুলো ধীরগতির কাজের কারণে বিলম্বিত হতে পারে।

এদিকে সরকারি সংস্থাগুলোর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী হান ডাক-সু সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে উদ্ধার কার্যক্রমে যোগদান, সরঞ্জাম সরবরাহ ও জনবল সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!