হোম > বিশ্ব > এশিয়া

জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা 

জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সন্ধ্যায় জাপানের উত্তরাঞ্চলের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে ভূমিকম্প কবলিত এলাকা সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রের প্রায় ৬০ কিলোমিটার বা ৩৬ মাইল নিচে উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা যায়নি । 

জাপানের আবহাওয়া দপ্তর দেশটির মিয়াগি ও ফুকুশিমা এলাকার কিছু অংশে এক মিটার বা ৩ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউসহ সুনামি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে। জাপানের জাতীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে—এরই মধ্যে সুনামি বেশ কিছু এলাকায় আঘাত হেনেছে। 

ফুকুশিমা দাইচি পারমাণবিক প্ল্যান্ট পরিচালনাকারী সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করছেন। এর আগে ২০১১ সালের এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর বিদ্যুৎ কেন্দ্রটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

 ২০১১ সালে উত্তর জাপানের এই অঞ্চলে ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প এবং সুনামি আঘাত হেনেছিল। বুধবারের ভূমিকম্পটি ২০১১ সালের মার্চ মাসের সেই ভূমিকম্পের বিপর্যয়ের ১১ তম বছর পূর্ণ হওয়ার কয়েক দিন পরেই এই ভূমিকম্প হলো। 

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭