হোম > বিশ্ব > এশিয়া

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তালেবানপ্রধানের গোপন বৈঠক

তালেবানপ্রধান শেখ মোহাম্মদ হাইবাতুল্লাহ আখুনজাদার সঙ্গে গোপনে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আস-সানি। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ‘আফগানিস্তানের দূরত্ব কমানোর’ লক্ষ্যে ১২ মে কান্দাহারে এ বৈঠক হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী ও তালেবানপ্রধানের মধ্যে এই বৈঠক সমন্বয় করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। সংলাপে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ওপর তালেবান সরকারের নিষেধাজ্ঞার প্রত্যাহার নিয়ে আলোচনা হয়েছে।

রয়টার্স বলছে, বৈঠকটিকে কাতারের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে। কারণ, ওই বৈঠকে নারীদের ওপর নিষেধাজ্ঞার জন্য তালেবান সরকারের সমালোচনা করা হয়। সেই সঙ্গে ইসলামি আন্দোলনের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে জোর দেওয়া হয়।

স্কুলে যাওয়া, জাতিসংঘের প্রতিষ্ঠানসহ বিভিন্ন কর্মক্ষেত্রে অংশ নিতে নারীদের ওপর তালেবান সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তা ছাড়া নারীদের স্বাধীনতা পুনরুদ্ধার ও দেশটির সরকারে তালেবান সমর্থক নন—এমন আফগানদের সম্পৃক্ত করারও দাবি জানাচ্ছে দেশটি। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইছে, আফগানিস্তানে অধিকতর অংশগ্রহণমূলক সরকার গঠিত হোক এবং নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার স্বাধীনতা ফিরুক।

এসব বিষয়ে অগ্রগতির আশায় ওয়াশিংটন এ সংলাপকে সমর্থন করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। কারণ, তারা মনে করে এই নিষেধাজ্ঞাগুলোর জন্যই ভয়াবহ মানবিক ও আর্থিক সংকটে পড়েছে আফগানিস্তান। লাখ লাখ আফগান বেকার হয়েছে এবং ক্ষুধায় ভুগছে।

এসব বিষয় নিয়ে জানতে চাইলেও রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস; জবাব দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর, ওয়াশিংটনের কাতার দূতাবাস ও তালেবান সরকার।

২০২১ সালে ১৫ আগস্ট ২ দশক ধরে চলা যুদ্ধের পর আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। কিন্তু নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়াসহ বিভিন্ন সিদ্ধান্তের কারণেই কোনো রাষ্ট্র তালেবান শাসনকে স্বীকৃতি দেয়নি।

তালেবানপ্রধান হায়বাতুল্লাহ এসব বিষয়ে আপসে আগ্রহী না হলেও, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দূরত্ব কমিয়ে ক্ষুধা ও দারিদ্র্যে ডুবে থাকা আফগানিস্তানকে রক্ষার উপায় খুঁজছেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকে সেই ইঙ্গিতই দেয়।

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার