হোম > বিশ্ব > এশিয়া

২০৩০ সালের মধ্যে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত চায় ভারত-রাশিয়া

রাশিয়া ও ভারত ২০৩০ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। মস্কো সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল মঙ্গলবার মস্কোতে বৈঠক করেন ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। এটি দুই দেশের মধ্যে ২২তম দ্বিপক্ষীয় বার্ষিক সম্মেলন। এই বৈঠকের সময় পুতিন ও মোদি বাণিজ্য বৃদ্ধির বিষয়টি ছাড়াও চলমান অন্যান্য ইস্যু ও দুই দেশের মধ্যকার আরও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ মতবিনিময় করেন। 

পরে ২০৩০ সাল পর্যন্ত রাশিয়া-ভারত অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত ক্ষেত্রগুলোর উন্নয়নের বিষয়ে পুতিন-মোদির বৈঠকের আলোকে যৌথ বিবৃতি জারি করা হয়। এতে বলা হয়, ‘বিশেষ বিনিয়োগ ব্যবস্থার কাঠামোর মধ্যে উভয় দেশের বিনিয়োগ কার্যক্রম পুনরুজ্জীবিত করা, ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্য অর্জনের জন্য ভারত থেকে (রাশিয়ায়) পণ্যের সরবরাহ বৃদ্ধিসহ ২০৩০ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করা হবে।’ 

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ান ফেডারেশন ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতাসহ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কিত শুল্ক বাধা দূর করার আকাঙ্ক্ষাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্র এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি মুক্ত বাণিজ্য ক্ষেত্র প্রতিষ্ঠাসহ দ্বিপক্ষীয় বাণিজ্যের উদারীকরণের ক্ষেত্রে সংলাপ অব্যাহত রাখার জন্যও জোর দেয়। 

পারমাণবিক শক্তি, জ্বালানি পরিশোধন ও পেট্রোকেমিক্যালসহ জ্বালানি খাতে সহযোগিতার বিকাশ এবং জ্বালানি অবকাঠামো, প্রযুক্তি ও সরঞ্জামের ক্ষেত্রে সহযোগিতা এবং অংশীদারত্ব বৃদ্ধির বিষয়ও আলোচিত হয় বৈঠকে।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি