হোম > বিশ্ব > এশিয়া

নেপালে উড্ডয়নকালে বিমান বিধ্বস্ত, ১৮ মরদেহ উদ্ধার 

নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি দেশটির বেসরকারি প্রতিষ্ঠান সূর্য এয়ারলাইনসের। এ ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিমানটির ক্যাপটেনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সুবাস ঝা বলেন, পোখারাগামী বিমানটি বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় ঝামেলার সম্মুখীন হওয়ায় সেখানেই বিধ্বস্ত হয়। তিনি বলেন, ‘বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। প্রাথমিক তথ্যানুসারে, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

সুবাস ঝা জানিয়েছেন, বিমানটির আহত ক্যাপটেনের নাম এম আর শাক্য। তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমনাটি বিমানবন্দরের দক্ষিণাভিমুখী (কোটেশ্বরের দিকে) একটি রানওয়ে থেকে উড্ডয়ন করছিল। এ সময় হঠাৎ করে বিমানটি এক পাশের ডানা কাত হয়ে রানওয়ের সঙ্গে ঘষা খায়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। এরপর চলতে চলতে বিমানটি রানওয়ের পূর্ব পাশের একটি খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায়।

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২