হোম > বিশ্ব > এশিয়া

নেপালে উড্ডয়নকালে বিমান বিধ্বস্ত, ১৮ মরদেহ উদ্ধার 

নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি দেশটির বেসরকারি প্রতিষ্ঠান সূর্য এয়ারলাইনসের। এ ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিমানটির ক্যাপটেনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সুবাস ঝা বলেন, পোখারাগামী বিমানটি বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় ঝামেলার সম্মুখীন হওয়ায় সেখানেই বিধ্বস্ত হয়। তিনি বলেন, ‘বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। প্রাথমিক তথ্যানুসারে, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

সুবাস ঝা জানিয়েছেন, বিমানটির আহত ক্যাপটেনের নাম এম আর শাক্য। তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমনাটি বিমানবন্দরের দক্ষিণাভিমুখী (কোটেশ্বরের দিকে) একটি রানওয়ে থেকে উড্ডয়ন করছিল। এ সময় হঠাৎ করে বিমানটি এক পাশের ডানা কাত হয়ে রানওয়ের সঙ্গে ঘষা খায়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। এরপর চলতে চলতে বিমানটি রানওয়ের পূর্ব পাশের একটি খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায়।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি