হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ড-কম্বোডিয়া উত্তেজনার মধ্যে ব্যাংককের বাজারে বন্দুক হামলা, নিহত ৬

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার হঠাৎ এক বন্দুকধারী বাজারে নির্বিচারে গুলি করেন। ছবি: এএফপি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওর তর কোর খাদ্যবাজারে আজ সোমবার এক বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলার পর সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে থাই পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তাকর্মী এবং পঞ্চমজন বাজারের একজন কর্মচারী ছিলেন। এ ঘটনায় আরও দুজন বাজারের বিক্রেতা আহত হয়েছেন।

পুলিশ লেফটেন্যান্ট সিয়াম বুনসম স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বন্দুকধারী থাই নাগরিক ছিলেন এবং বাজারের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁর আগে থেকেই বিরোধ ছিল। তিনি আরও নিশ্চিত করেছেন যে, এই হামলার সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই।

ওর তর কোর বাজার মূলত তাজা ফল ও সামুদ্রিক মৎস্যের জন্য পরিচিত।

থাইল্যান্ডে বন্দুকের মালিকানার হার এই অঞ্চলের জন্য তুলনামূলকভাবে বেশি হলেও নির্বিচারে বন্দুক হামলার ঘটনা খুব কম ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক ঘটনা ঘটেছে:

২০২৩ সালে ব্যাংককের কেন্দ্রে একটি বিলাসবহুল শপিং মলে এক ১৪ বছর বয়সী কিশোরের গুলিতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছিল। ২০২২ সালের অক্টোবরে উত্তর-পূর্ব থাইল্যান্ডের নং বুয়া লাম্ফু প্রদেশের একটি শিশু যত্নকেন্দ্রে একজন সাবেক পুলিশ সদস্য বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে অন্তত ৩৭ জনকে হত্যা করেন, যাদের অধিকাংশই শিশু ছিল। ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে একজন সৈনিকের গুলিতে ২৯ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছিল।

এ ঘটনা ব্যাংককের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট