হোম > বিশ্ব > এশিয়া

থমথমে উত্তর প্রদেশ, আটক প্রিয়াঙ্কা গান্ধী

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য বিরোধী নেতাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে লখিমপুর খেরিতে। সেখানে ১৪৪ ধারা জারি হয়েছে।

গতকাল সেখানে আন্দোলনরত কৃষকদের ওপর দিয়ে দ্রুতবেগে চলে যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের কনভয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। পরে সংঘর্ষে মৃত্যু হয় আরও ৮ জনের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর কনভয় রোখার কর্মসূচি নিয়েছিলেন আন্দোলনকারীরা। অভিযোগ অজয় মিশ্রের ছেলে আকাশই গাড়ি চালিয়ে নিয়ে যান কৃষকদের ওপর দিয়ে।

ঘটনার পর আকাশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, তাঁর ছেলে নির্দোষ। উল্টো আন্দোলনকারীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।  উত্তর প্রদেশের এই ঘটনার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছে। কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ জড়ো হতে শুরু করেছে উত্তর প্রদেশে।

গতকাল রাতেই ঘটনাস্থলে পোঁছাতে চেয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। কিন্তু তাঁকে বহুবার বাধা দেওয়ার পর আটক করে ইউপি পুলিশ।

সামাজিক গণমাধ্যমে প্রিয়াঙ্কা লেখেন, 'এ দেশ বিজেপির নয়, কৃষকদের দেশ। লখিমপুর যাচ্ছি বলে কোনও অপরাধ করছি না আমি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চাই। আমাকে থামানো হচ্ছে কেন?'

প্রিয়াঙ্কাকে আটকের খবর পেয়ে রাহুল লেখেন, 'আমি জানি তুমি পিছু হঠবে না। তোমার হিম্মত দেখে ওরা (বিজেপি) ভয় পেয়েছে। অহিংস আন্দোলনের মাধ্য দেশের অন্নদাতাদের জয় নিশ্চিত করবোই।' 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ জানান। তিনি লেখেন, 'লখিমপুর খেরির বর্বরোচিত ঘটনার আমি তীব্র বিরোধিতা করছি। কৃষকদের প্রতি বিজেপি-র উদাসীন মনোভাব আমাকে গভীর যন্ত্রণা দিয়েছে।'

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেখানকার বিরোধী দলনেতা অখিলেশ যাদব। নিহতদের পরিবারবর্গের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হয়নি তাঁকেও। প্রতিবাদে তিনি রাজধানী লখনৌতে নিজের বাড়ির সামনেই ধর্ণায় বসেন।

সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে এ ধরনের ঘটনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যরাজের বিরুদ্ধে মানুষকে আরও ক্ষিপ্ত করে তুলেছে।

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন