হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ: কমপক্ষে ৬০ জনের মৃত্যু  

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৪০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। 

এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বোমা হামলায় মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। 

এদিকে বিমানবন্দরে এই হামলার সমালোচনা করেছে তালেবান। তারা বলেছে, বিস্ফোরণের এলাকাটি মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। 

তালেবান নেতা জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, ইসলামিক এমিরেটস (তালেবান ঘোষিত আফগানিস্তান রাষ্ট্র) কাবুল বিমানবন্দরে বেসামরিক মানুষদের লক্ষ্য করে বোমা হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। 

তালেবানের এ মুখপাত্র বলেন, এই বিস্ফোরণ যে স্থানে ঘটেছে সেটি মার্কিন সেনাদের নিরাপত্তার দায়িত্বে ছিল।

তালেবানের আরেক মুখপাত্র সুহাইল শাহীন টুইটারে এক বিবৃবিতে বলেছেন, তাঁরা নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি কঠোর নজর রাখছেন।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়