হোম > বিশ্ব > এশিয়া

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আর্মেনিয়া

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে এশিয়ার দেশ আর্মেনিয়া। গাজায় চলমান যুদ্ধের মধ্যেই দেশটির এ ঘোষণা এল। 

আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। 

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার বিরুদ্ধে তাঁদের অবস্থান। এমনকি হামাস কর্তৃক ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বন্দী করার ঘটনাকেও তাঁরা নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁদের মুক্ত করার আহ্বান জানায়। 

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইন, জাতির সমতা, সার্বভৌমত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে আর্মেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। মধ্যপ্রাচ্যে দীর্ঘ মেয়াদে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আর্মেনিয়া আগ্রহী।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার করেছে। এদিকে আর্মেনিয়ার সমর্থনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে হামাস। 

এর আগে গত ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি