হোম > বিশ্ব > এশিয়া

দাঁতের চিকিৎসক সেজে খেসারত দিলেন ৪ গৃহকর্মী

প্রশিক্ষণ ছাড়াই দাঁতের চিকিৎসা করানোর অভিযোগে হংকংয়ে চার গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহকর্মীরা ইন্দোনেশিয়ার নাগরিক বলে গত শুক্রবার হংকং কর্তৃপক্ষ জানিয়েছে।

হংকং কর্তৃপক্ষ জানায়, ৩১ থেকে ৩৫ বয়সী ওই গৃহকর্মীরা তাঁদের ছুটির দিনে একটি গেস্ট হাউসের কক্ষ ভাড়া করে  দাঁতের চিকিৎসা দিতেন। 

প্রাথমিক তদন্ত শেষে হংকংয়ের অভিবাসন বিভাগের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার ওই চার গৃহকর্মীর দাঁতের চিকিৎসা দেওয়ার জন্য কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না। এছাড়া তাঁরা শহরে দাঁতের চিকিৎসক হিসেবে নিবন্ধিত হননি।

কর্মকর্তারা বলছেন, তারা চুক্তিভিত্তিক গৃহকর্মী হিসেবে  ইন্দোনেশিয়া থেকে হংকং এসেছিলেন। অভিবাসন শর্ত ভঙ্গ করায় তাঁদেরকে আটক করা হয়েছে। 

হংকংয়ের অভিবাসন বিভাগের একজন মুখপাত্র বলেন, গ্রেপ্তারকৃতরা অভিবাসন শর্ত ভঙ্গ করেছেন। নিবন্ধিত না হয়ে দাঁতের চিকিৎসা দিয়ে হংকংয়ের নাগরিকদের স্বাস্থ্য এবং জীবন হুমকির মধ্যে ফেলেছেন। এছাড়া এটি করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ায়।

 হংকং কর্তৃপক্ষ জানায়, ওই গৃহকর্মীরা রোগীদের স্কেলিং, ট্রিমিং, ফিলিং এবং ব্রেস পরানোর মতো সেবা দিতেন। এর বিনিময়ে তাঁরা ২০০ হংকং ডলার (২ হাজার ১০০ টাকা প্রায়) থেকে ২ হাজার হংকং ডলার (২১ হাজার ৮০০ টাকা) পর্যন্ত নিতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসা সেবাদান সরাসরি সম্প্রচার করে রোগী সংগ্রহ করতেন তারা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও হংকং কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

 হংকংয়ের আইন অনুযায়ী, চুক্তিবদ্ধ একজন গৃহকর্মী শুধু ঘরের কাজই করতে পারবেন। এছাড়া অন্য কোনও কাজের সঙ্গে জড়িত থাকা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

হংকংয়ের অভিবাসন আইন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের ৬ হাজার ৪৩৫ ডলার জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড  হতে পারে । এছাড়া নিবন্ধিত না হয়ে দাঁতের চিকিৎসা দেওয়ায় ওই গৃহকর্মীদের আরও এক লাখ হংকং ডলার জরিমানা এবং তিন বছরের জেল হতে পারে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!